পাতা:শেষ প্রশ্ন.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Sమ(t শেষ প্রশ্ন কাল দেখেই এসেছেন,—ওদিকে অবিনাশদার কাল বিকেল থেকে জ্বর, বৌদির মুখটাও দেখলাম শুকৃনো-শুকৃনো । তিনি নিজে না পড়লে বাচি । কমল চুপ করিয়া চাহিয়া রহিল। - এ সকল খবরে সে যেন ভালো করিয়া মন দিতেই পারিলনা । হরেন্দ্ৰ কহিল, এ ছাড়া শিবনাথবাবু। ইনফ্লুয়েঞ্জার ব্যাপার,— বলা কিছু যায়না। অথচ, ইসিপাতালে যেতেও চাইলেননা। কাল বিকেলে তার নিজের বাসাতেই তাকে রিমুভ করা হ'ল। আজ খবরটা একবার নিতে হবে । কমল জিজ্ঞাসা করিল, সেখানে আছে কে ? একটা চাকর আছে । উপরের ঘরগুলোতে জনকয়েক সাঞ্জাবী আছে,—ঠিকেদারী করে। শুনলাম তারা লোক ভালো le কমল নিশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। খানিক পরে কহিল, রাজেন বাবুকে আমার কাছে একবীর পাঠিয়ে দিতে পারেন ? পারি, কিন্তু তাকে পাবো কোথায় ? আজ ভোর থাকতেই বেরিয়ে পড়েছে। ঐ দিকের কোন একটা মুচীদের মহল্লায় নাকি জোর ব্যারাম চলেছে, সে গেছে সেবা করতে। আশ্রমে খেতে যদি আসে তো খবর দেবো । তাকে রিমুভ করলে কে ? আপনি ? না, রাজেন। তার মুখেই জানতে পারলাম পাঞ্জাবীরা যত্ন নিচ্চে। তবে, তারা যাই করুক, ও যখন ঠিকানু পেয়েছে তখন সহজে ক্রটি হতে দেবেন।--হয়ত নিজেই লেগে যাবে। একটা ভরসা ওকে রোগে ধরেন। পুলিশে, না ধরলে ও একাই একশ'। ভায়া ওদের কাছেই শুধু জব্দ, নইলে ওকে কাবু করে দুনিয়ায় এমন তো কিছু দেখলাম না ।