为>9 শেষ প্রশ্ন কমল বুঝিল শিবনাথকে স্থানান্তরিত করার উপলক্ষে অনেক কঠিন বাদ প্রতিবাদ হইয়া গেছে । হয়ত, প্রকাশ্যে এবং স্পষ্ট করিয়া একটা কথাও উচ্চারিত হয় নাই, সমস্তই নিঃশুদে ঘটিয়াছে, তথাপি কক্ক শতায় সে-যে সৰ্ব্বপ্রকার কলহকে ছাপাইয়া গেছে ইহাতে সন্দেহ করিবার নাই। কুন্তু একটা কথারও সে উত্তর করিলনা, তেমনিই নীরবে বসিয়া রহিল । হরেন্দ্ৰ কহিতে লাগিল, মনে হয় আশুবাবু সমস্তই শুনেছেন। শিবনাথের আপনার প্রতি আচরণে তিনি মৰ্ম্মাহত । একরকম জোর করেই তাকে বাড়ী-থেকে বিদায় করেছেন। মনোরমার বোধ হয় এইচ্ছে ছিলনা, শিবনাথ তার গানের গুরু, কাছে রেখে চিকিৎসা করাবার সঙ্কল্পই ছিল, কিন্তু সে হতে পেলেনা। তুজিতবাবু বোধ হয় এ-পক্ষ অবলম্বন করেই ঝগড়া করে ফেলেছেন। কমল একটুখানি হাসিল, কহিল, আশ্চৰ্য্য নয়। কিন্তু শুনলেন কার কাছে ? রাজেন্দ্র বললে ? সে ? সে পাত্রই ও নয়। জানলেও বলুবেনা। এ আমার অনুমান । তাই ভাব চি, মিটমাট তো হবেই, মাঝে থেকে অজিতকে চটিয়ে লাভ কি ? চুপচাপ থাকাই ভালো ; যতদিন সে আশ্রমে থাকে ঘরে ক্রটি হবেনা। কমল কহিল, সেই ভালো । হরেন্দ্ৰ কহিল, কিন্তু এখন উঠি । সেজদার জন্যেই ভাব না, ভারি অল্পে কাতর হন। সময় পাইতে কাল একবার আসবো। " আসবেন। কমল উঠিয়া দাড়াইয়া নমস্কার করিল, কহিল, রাজেন্দ্রকে পাঠাতে ভুলবেনমা । বলবেন, বডড দায়ে পড়ে তাকে ডেকেচি ।
পাতা:শেষ প্রশ্ন.djvu/২০১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।