শেষ প্রশ্ন I & о о কমল জেরা করিল না, বিশ্বাস করিল। বুঝিল, স্ত্রীলোকের জীবন-যাত্রা সম্বন্ধে এই মানুষটির আজও কোন কৌতুহল জাগে নাই। সে যেমন শুনিয়াছে তেমনি ভুলিয়াছে। আরও একটা জিনিস বুঝিল । “তুমি বলিবার অধিকার দেওয়া সত্বেও কেন সে গ্রহণ করে নাই,— আপনি বলিয়া সম্বোধন করিতেছে। তাহার অকলঙ্ক পুরুষ-চিত্ত-তলে আজিও নারী-মূৰ্ত্তির ছায়া পড়ে নাই—“তুমি বলিয়া ঘনিষ্ঠ হইয়া উঠিবার লুব্ধতা তাহার অপরিজ্ঞাত। কমল মনে মনে যেন একটা স্বস্তির নিশ্বাস ফেলিল। খানিক পরে কহিল, শিবনাথবাবু আমাকে পরিত্যাগ করেছেন জানো ? প্রানি । কমল কহিল, সেদিন আমাদের বিয়ের অনুষ্ঠানে ফাকি ছিল কিন্তু মনের মধ্যে ফাক ছিলনা। সবাই সন্দেহ ক’রে নানা কথা কইলে, বলুলে এ বিবাহ পাকা হোলোনা আমার কিন্তু ভয় হোলোনা ; বললাম, হোকৃগে কাচা, আমাদের মন যখন মেনে নিয়েছে তখন বাইরের গ্রন্থিতে ক’পাক পড়লো আমার দেখবার দরকার নেই। বরঞ্চ, ভাবৃলাম এ ভালই হল যে স্বামী বলে যা’কে নিলাম তাকে আষ্টে-পৃষ্ঠে বাধিনি। তার মুক্তির আগল যদি একটু আলগাই থাকে তো থাকুনা । মনই যদি দেউলে হয়, পুরুতের মন্ত্রকে মহাজন খাড়া করে সুদটা আদায় হতে পারে, কিন্তু আসল তো ভুলো । কিন্তু এ সব তোমাকে বলা বৃথা, তুমি বুঝবেন ।
- রাজেন্দ্র চুপ করিয়া রহিল। কমল কাহল, তখন এই কথাটাই
শুধু জানিনি যে তার টাকার লোভটা এত ছিল ! জানলে অন্ততঃ লাঞ্ছনার দায় এড়াতে পারতাম । রাজেন্দ্র জিজ্ঞাসা করিল, এর মানে ?