শেষ প্রশ্ন । さe R তাই বলে তোমাকে চলে যেতেই বা হবে কেন ? এই আগ্রা শহরেই এমন লোক আছে যে স্থান দিতে এতটুকু ভয় পাবেনা। রাজেন্দ্ৰ কহিল, সে বোধকরি আপনি স্বয়ং। কথাটা শুনে রাখলাম, সহজে ভুলুবনা । কিন্তু এ দৌরাত্ম্যে ভয় পায়না ভারতবর্ষে তেমন লোকের সংখ্যা বিরল । থাকৃলে দেশের সমস্তা ঢের সহজ হয়ে যেতো । একটুখানি থামিয়া বলিল, কিন্তু আমার যাওয়া সে জন্যে নয়। আশ্রমকেও দোষ দিতে পারিনে। আর যারই হোকৃ, আমাকে যাও বলা হরেনদার মুখে আসবেনা। .তবে যাবে কেন ? যাবো নিজেরই জন্যে। দেশের কাজ বটে, কিন্তু তাদের সঙ্গে আমার মতেও মেলেনা, কাজের ধারাতেও মেলেনা । মেলে শুধু ভালবাসা দিয়ে। হরেনদার আমি সহোদরের চেয়ে প্রিয়, তার চেয়েও আত্মীয় । কোনকালে এর ব্যতিক্রম হবেন । কমলের দুর্ভাবনা গেল। কহিল, এর চেয়ে আর বড় কি আছে রাজেন ? মন যেখানে মিলেচে, থাকৃনা সেখানে মতের অমিল ; হোকৃনা কাজের ধারা বিভিন্ন ; কি যায় আসে তাতে ? সবাই একই রকম ভাব বে, একই রকম কাজ করবে, তবেই একসঙ্গে বাস করা চলুবে এ কেন ? অার পরের মতকে যদি শ্রদ্ধা করতেই না পারা গেল তো সে কিসের শিক্ষা ? মত এবং কৰ্ম্ম দুই-ই বাইরেঞ্জ জিনিস রাজেন, মমটাই সত্য । অথচ, এদেরই বড় করে যদি তুমি দূরে চলে যাও, তোমাদের যে ভালবাসার ব্যতিক্রম নেই বলছিলে তাকেই অস্বীকার করা হয়। সেই যে কেতাবে লেখে ছায়ার জন্তে কয়া ত্যাগ, এ ঠিক তাই হবে।
পাতা:শেষ প্রশ্ন.djvu/২০৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।