শেষ প্রশ্ন । వo R মতের ঐক্য, কাজের ঐক্য—ও ভাববিলাসের মূল্য আমাদের কাছে নেই। শিবানি— কমল আশ্চৰ্য্য হইয়া কহিল, আমার এ নামটাও তুমি শুনেচ ? শুনেচি । কৰ্ম্মের জগতে মানুষের ব্যবহারের মিলটাই বড়, হৃদয় নয়। হৃদয় থাকে থাকৃ, অন্তরের বিচার অন্তর্যামী করুন, আমাদের ব্যবহারিক ঐক্য নইলে চলেনা। ওই আমাদের কষ্টিপাথর—ঐ দিয়ে যাচাই করে নিই। কই, দু’জনের মলের মিল দিয়ে তো সঙ্গীত স্বষ্টি হয়না, বাইরে তাদের সুরের মিল না যদি থাকে। সে শুধু কোলাহল । রাজার যে-সৈন্যদল যুদ্ধ করে, তাদের বাইরের ঐক্যটাই রাজার শক্তি । হৃদয় নিয়ে.তার গরজ নেই। নিয়মের শাসন সংযম,—এই আমাদের নীতি। একে খাটো করলে হৃদয়ের নেশার খোরাক যোগানো হয় । সে উচ্ছঙ্খলতারই নামান্তর। গাড়োয়ান রোকো রোকো—শিবানি, এই তার বাসা । সম্মুখে জীর্ণ প্রাচীন গৃহ। উভয়ে নিঃশব্দে নামিয়া আসিয়া নীচের একটা ঘরে প্রবেশ করিল। পদশব্দে শিবনাথ চোখ মেলিয়া চাহিল, কিন্তু দীপের স্বল্পালোকে বোধ হয় চিনিতে পার্লিন । মুহূৰ্ত্ত পরেই চোখ বুজিয়া তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িল ।
পাতা:শেষ প্রশ্ন.djvu/২০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।