শেষ প্রশ্ন × o@ ফগুয়া ঘাড় নাড়িয়া বাটা আনিতে গেল, রাজেন্দ্র কহিল, বাট। কি করবেন ? ওকে পিট্বেন না কি ? কমল গৰ্ত্তীর হইয়া কহিল, এ কি তামাসার সময় ? মায়া-মমতা কি তোমার শরীরে কিছু নেই ? আগে ছিল । ফ্ল্যড় আর ফ্যামিন রিলিফে সেগুলো বিসর্জন দিয়ে এসেচি । 亨 ফগুয়া বাটা আনিয়া হাজির করিল, রাজেন্দ্র বলিল, আমি ক্ষিদের জালায় মরি, কোথাও থেকে দু’টো খেয়ে আসিগে । ততক্ষণ বঁটা আর এই ছেলেটাকে নিয়ে যা’ পারেন করুন, ফিরে এসে আপনাকে বাসায় পৌছে দিয়ে যাবো। ভয় পাবেননা, আমি ঘণ্টা দুয়ের মধ্যেই ফিরবো। এই বলিয়া সে উত্তরের অপেক্ষা না করিয়াই বাহির হইয়া গেল । - সহরের প্রান্তস্থিত এই স্থানটা অল্পকাল মধ্যে নিঃশব্দ ও নির্জন হইয়া উঠিল । যাহারা উপরে বাস করে তাহাদের কলরব ও চলাচলের পায়ের শব্দ থামিল। বুঝা গেল তাহারা শয্যাশ্রয় করিয়াছে। শিবনাথের সম্বাদ লইতে কেহ আসিলনা । বাহিরে অন্ধকার রাত্রি গভীর হইয়া আসিতেছে, মেঝেয় কম্বল পাতিয়া ফগুয়া ঝিমাইতেছে, সদর দরজা বন্ধ করিবার সময় হইয়া আসিল, এমনি সময়ে রাস্তায় সাইক্লের ঘণ্টা শুনা গেল, এবং পরক্ষণেই দ্বার ঠেলিয়া রাজেন্দ্র প্রবেশ করিল। ইতস্ততঃ দৃষ্টিপাত করিয়া এই অল্পকাল ,মধ্যে গৃহের সমস্ত পরিবর্তন লক্ষ্য করিয়া সে কিছুক্ষণ চুপ করিয়া দাড়াইয়া রহিল, পরে, হাতের ছোট পুটুলিটা পাশের টিপায়ের উপর রাখিয়া দিয়া কহিল, অন্যান্য মেয়েদের মত আপনাকে যা ভেবেছিলাম তা নয়। আপনার পরে নির্ভর করা যায় ।
পাতা:শেষ প্রশ্ন.djvu/২১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।