૨૨ S • শেষ প্রশ্ন হরেন নিজেও হাসিল, কিন্তু সে হাসির আশেপাশে অনেকখানি ফাক রহিল। কহিল, আমি ছাড়া এ প্রশ্নের জবাব দেবার লোক আগ্রায় অনেকে আছেন। র্তারা কি বলবেন জানেন ? বলবেন, কমল, মানুষের দুঃখ ত একটাই নয়, বহু প্রকারের। তার প্রকৃতিও আলাদা, ঘোচাবার পন্থাও বিভিন্ন। সুতরাং তাদের সঙ্গে যদি সাক্ষাৎ হয়, আলোচনার দ্বারা একটা মোকাবিলা করে নেবেন । এই বলিয়া সে একটুখানি থামিয়া কহিল; কিন্তু আসলেই আপনার ভুল হচ্চে। আমি সে দলের নই। অযথা উত্যক্ত করতে আমি আসিনি, কারণ, সংসারে যত লোকে আপনাকে যথার্থ শ্রদ্ধা করে আমি তাদেরই একজন । কমল তাহার মুখের দিকে চাহিয়া থাকিয়া ধীরে ধীরে জিজ্ঞাসা করিল, আমাকে যথার্থ শ্রদ্ধা করেন আপনি কোন নীতিতে ? অামার মত বা আচরণ কোনটার সঙ্গেই তো আপনাদের মিলনেই।” হরেন্দ্র তৎক্ষণাৎ উত্তর দিল, না, নেই। কিন্তু তবুও গভীর শ্রদ্ধা করি। আর এই আশ্চর্য্য কথাটাই আমি নিজেকে নিজে বারম্বার জিজ্ঞাসা করি । কোন উত্তর পাননা ? O N। কিন্তু ভরসা হয় একদিন নিশ্চয় পাবো । একটুখানি থামিয়া কহিল, আপনার ইতিহাস কতক আপনার নিজের মুখ থেকেও শুনেচি, কতক অজিতবাবুর কাছে শুনেচি,—ভাল কথা, জানেন বোধ হয় তিনি এখন আমাদের ট্রাশ্রমে গিয়ে আছেন ? কমল ঘাড় নাড়িয়া বলিল, এ সম্বা,তো আগেই দিয়েছেন। হরেন বলিল, আপনার জীবন-ইতিহাসের বিচিত্র অধ্যায়গুলি এমন অকুণ্ঠ ঋজুতায় স্বযুয়ে এসে দাড়ালো যে তার বিরুদ্ধে সরাসরি রায় দিতে ভয় হয়। এতকাল যা-কিছু মন্দ বলে বিশ্বাস করতে " শিখেচি
পাতা:শেষ প্রশ্ন.djvu/২২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।