পাতা:শেষ প্রশ্ন.djvu/২২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন , २२8 এর চেয়েও বড় বস্তু আছে । বাইরে থেকে হঠাৎ তাকে সাহসের অভাব বলেই দেখতে লাগে । 原 হরেন্দ্র মাথা নাড়িয়া কহিল, বুঝতে পারলামনা। আপনার অনেক কথাই অনেক সময়ে হেঁয়ালির মত ঠেকে, কিন্তু আজকের কথাগুলো যেন তাদেরও ডিঙিয়ে গেল। মনে হচ্চে যেন আজ আপনি অত্যন্ত বিমনা । কার জবাব কাকে দিয়ে যাচ্চেন খেয়াল নেই। কমল কহিল, তাই বটে। ক্ষণকাল স্থির থাকিয়া কহিল, হবেও বা । সত্যকার শ্রদ্ধা পাওয়া যে কি জিনিস সে হয়ত এতকাল, নিজেও জানতামনা । সেদিন হঠাৎ যেন চমকে গেলাম। হরেনবাবু, আপনি দুঃখ করবেননা, কিন্তু তার সঙ্গে তুলনা করলে আর সমস্তই আজ পরিহাস বলে মনে লাগে । বলিতে বলিতে তাহার চোখের প্রখর দৃষ্টি ছায়াচ্ছন্ন হইয়া আসিল, এবং সমস্ত মুখের পরে এমনই একটা স্নিগ্ধ সজলত ভাসিয়া আসিল যে কমলের সে মূৰ্ত্তি হরেন্দ্র কোনদিন দেখে নাই। আর তাহার সংশয়মাত্র রহিলন যে অনুদ্দিষ্ট আর কাহাকে উদ্দেশ করিয়া কমল এই সকল বলিতেছে। সে শুধু উপলক্ষ ; এবং এই জন্যই আগাগোড়া সমস্তই তাহার হেঁয়ালির মত ঠেকিতেছে। so ん。 কমল বলিতে লাগিল, আপনি এইমাত্র আমার দুৰ্ম্মদ নির্ভীকতার প্রশংসা করছিলেন,—ভাল কথা, শুনেছেন, শিবনাথ আমাকে ছেড়ে দিয়ে চলে গেছেন ? o { , হরেন্দ্র লজ্জায় মাথা হেঁট করিয়া জবাব দিল, হা । কমল কহিল, আমাদের মনে মনে একটা সৰ্ত্ত ছিল, ছাড়বার দিন যদি কখনো অাসে যেন আমরা সহজেই ছেড়ে যেতে পারি। না না, চুক্তি-পত্রে লেখাপড়া করে নয়, এমনিই।