পাতা:শেষ প্রশ্ন.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন • ২২৩ অনুষ্ঠানের জোরে তার অব্যাহতির পথ যদি সারাজীবনের মত অবরুদ্ধ হয়ে আসে, তাকে শ্রেয়ের ব্যবস্থা বলে মেনে নেওয়া চলেনা । পৃথিবীতে সকল ভুল-চুকের সংশোধনের বিধি আছে, কেউ তাকে মন্দ বলেন, কিন্তু যেখানে ভ্রান্তির সস্তাবনা সবচেয়ে বেশি, আর তার নিরাকরণের প্রয়োজনও তেম্নিই অধিক, সেইখানেই লোকে সমস্ত উপায় যদি স্বেচ্ছায় বন্ধ করে থাকে। তাকে ভালো বলে মানি কি করে বলুন ? , є এই মেয়েটির নানাবিধ দুর্দশায় হরেন্দ্রর মনের মধ্যে গভীর সমবেদনা ছিল ; বিরুদ্ধ-আলোচনায় সহজে যোগ দিতন, এবং বিপক্ষদল যখন নানাবিধ সাক্ষ্য-প্রমাণের বলে তাহাকে হীন প্রতিপন্ন করিবার চেষ্টা করিত, সে প্রতিবাদ করিত । তাহারা কমলের প্রকাশু আচরণ ও তেমনি নির্লজ্জ উক্তিগুলার নজির দেখাইয়া যখন ধিক্কার দিতে থাকিত, হরেন তর্ক-যুদ্ধে হারিয়াও প্রাণপণে বুঝাইবার চেষ্টা করিত যে, কমলের জীবনে কিছুতেই ইহা সত্য নয়। কোথায় একটা নিগুঢ় রহস্ত আছে একদিন তাহা ব্যক্ত হইবেই হইবে । তাহারা বিদ্রুপ করিয়া কহিত, দয়া করে সেইটে তিনি ব্যক্ত করলে প্রবাসী বাঙালী-সমাজে আমরা যে বাচি । অক্ষয় উপস্থিত থাকলে ক্রোধে ক্ষিপ্ত হইয়া /লিত, আপনারা সবাই সমান । আমার মত আপনাদের কারও বিশ্বাসের জোর নেই, আপনারা নিতেও পারেননা ফেলুতেও চান্না। আধুনিক কালের কতকগুলো বিলিতি চোথা-চোখা বুলি যেন আপনাদের ভূত"গ্রস্ত কন্নে রেখেচে । . অবিনাশ বলিতেন, বুলিগুলো কমলের কাছ থেকে নতুন শোনা গেল তা নয় হৈ অক্ষয়, পূর্বে থেকেই শোনা আছে। আজকালের খান দুই তিন ইংরিজি তর্জমার বই পড়লেই জানা যায়। বুলির জেলস নয়।