পাতা:শেষ প্রশ্ন.djvu/২৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ8Գ • শেষ প্রশ্ন আয়োজন সামান্য, তথাপি কি যত্ন করিয়াই না কমল অতিথিকে খাওয়াইল । খাইতে বসিয়া হরেন্দ্রর বার বার করিয়া নীলিমাকে স্মরণ হইল ; নারীত্বের শান্ত মাধুর্য্য ও গুচিতার আদর্শে ইহঁার চেয়ে বড় সে কাহাকেও ভাবিত না, মনে মনে বলিল, শিক্ষা, সংস্কার, রুচি ও প্রবৃত্তিতে বিভেদ ইহাদের মধ্যে যত বেশিই থাক, সেবা ও মমতায় ইহারা একেবারে এক । ওটা বাহিরের বস্তু বলিয়াই বৈষম্যেরও অবধি নাই, তর্কও শেষ হয় না, কিন্তু নারীর যেটি নিজস্ব আপন, সৰ্ব্বপ্রকার মতামতের একান্ত বহিভূত, সেই গৃঢ় অন্তর্দেশের রূপটি দেখিলে একেবারে চোখ জুড়াইয়া যায়। নানা কারণে যুজ হরেন্দ্রর ক্ষুধা ছিলনা, শুধু , একজনকে প্রসন্ন করিতেই সে সাধ্যের অতিরিক্ত ভোজন করিল। কি একটা তরকারি ভালোঁ লাগিয়াছে বলিয়া পাত্র উজাড় করিয়া ভক্ষণ করিল, ক্ষহিল, অনেকদিন অসময়ে হাজির হয়ে বৌদিদিকেও ঠিক এম্‌নিকরেই জব্দ করেচি, কমল | কাকে, নীলিমাকে ? ईं । তিনি জব্দ হতেন ? নিশ্চয় । কিন্তু স্বীকার করতেননা । কমল হাসিয়া বলিল, কেবল আপনি নয়, সমস্ত পুরুষ মানুষেরই এমুনি মোট বুদ্ধি । হরেন্দ্র তর্ক করিয়া বলিল, আমি চোখে দেখেচি যে ! কম্বল কহিল, সেও জানি। আর ঐ চোখে-দেখার অহঙ্কারেই আপনারা গেলেন । হরেজ কহিল, অহঙ্কার আপনাদেরও কম নয়। সে বের বৌদিদির