వ( లి 辑 • শেষ প্রশ্ন কমল বলিল, সে অামি জানতে চাইনি, পুলিশের জিন্মায় গিয়ে পড়েছে কিনা এই খোজটাই আপনাকে নিতে বলেছিলাম। হরেন কহিল, নিয়েছি। আপাততঃ তাদের আশ্রয়ে নেই। শুনিয়া কমল নিশ্চিন্ত হইতে পারিলনা বটে, কিন্তু স্বস্তি বোপ করিল। জিজ্ঞাসা করিল, তিনি কোথায় গেছেন এবং কবে গেছেন মুচাঁদের পাড়ায় চেষ্টা করে একটু খোজ নিলে কি বার করা যায়না ? হরেনবাবু, •র্তার প্রতি আপনার স্নেহের পরিমাণ জানি, এ সকল প্রশ্ন হয়ত বাহুল্য মনে হবে, কিন্তু ক’fদন থেকে এ ছাড়া কিছু আর আমি ভাবতেই পারিনে আমার এমনি দশা হয়েছে। এই বলিয়া সে এমুনি ব্যাকুল চক্ষে চাহিল, যে হরেন্দ্র অত্যন্ত বিক্ষিত হইল। কিন্তু পরক্ষণেই সে মুখ নামাইয়া পুৰ্ব্বের মতই সেলাইয়ের কাজে আপনাকে নিযুক্ত করিয়া দিল । * হরেন্দ্র নিঃশব্দে দাড়াইয়া রহিল । এই সময়ে এক-একটা প্রশ্ন তাহার মনে আসে, কৌতুহলের সীমা নাই,—মুখ দিয়া কথাটা বাহির হইয়া পড়িতেও চায়, কিন্তু নিজেকে সi"লাইয়া লয়। কিছুতেই স্থির করিতে পারেন। এ জিজ্ঞাসুর ফল কি হইবে। এই ভাবে পাঁচ-সাত মিনিট কাটার পরে কমল নিজেই কথা কহিল। সেলাইটা পাশে নামাইয়া রাখিয়া একটা সমাপ্তির নিশ্বাস ফেলিয়া বলিল থাকু, সুজ আর না। এই বলিয়া মুখ তুলিয়া আশ্চৰ্য্য হইয়া কহিল, এ কি, দাড়িয়ে আছেন যে ? একটা চৌকি টেনে নিয়ে বসূতেও পারেননি ? বস্জে আপনি তো বলেননি। বেশ যা হোক , বলিনি বলে বস্বেননা ? না ; না-বল্লে বসা উচিতও নয়।
পাতা:শেষ প্রশ্ন.djvu/২৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।