পাতা:শেষ প্রশ্ন.djvu/২৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૮વે • শেষ প্রশ্ন ভালো ক্যানডিডেট আছে। মীমাংসা চূড়ান্ত করবার আগে তাদের কেসগুলো একটুখানি নজর করে দেখবেন। এইটুকু নিবেদন । কিন্তু কেস তো অনুমানে ভর করে বিচার করা যায়না, হরেনবাবু, রীতিমত সাক্ষ্য প্রমাণ হাজির করতে হয়। সে করবে কে ? তারা নিজেরাই করবে। সাক্ষ্য-প্রমাণ নিয়ে প্রস্তুত হয়েই আছে, হাক দিলেই হাজির হয় । কমল জবাব দিলন, মুখ তুলিয়া চাহিয়া একটুখানি হাসিল । তাহার পরে সমাপ্ত ও অসমাপ্ত সেলায়ের কাজগুলা একে-একে পরিপাটি ভাজ করিয়া একটা বেতের টুকুরিতে তুলিয়া রাখিয়া উঠিয়া দাড়াইল । কহিল, আপনার বোধ করি চা খাবার সময় হয়েছে হরেনবাবু একটুখানি তৈরি করি আনি, আপনি বসুন। হরেন্দ্ৰ কহিল, বসেইত আছি। কিন্তু জানেন ত চা খাবার আমার সময় অসময় নেই, কারণ, পেলেই খাই, না পেলে খাই নে। ওর জন্তে কষ্ট পাবার প্রয়োজন নেই। একটা কথা জিজ্ঞাসা করবো ? স্বচ্ছন্দে । .অনেকদিন আপনি কোথাও যাননি। ওটা কি ইচ্ছে করেই বন্ধ করেছেন ? কমল আশ্চৰ্য্য হইয়া বলিল, না । এ আমার মনেও হয়নি। তাহলে চলুলু না আজ আগুবাবুর বাড়ী থেকে একটু ঘুরে আসি । তিনি সত্যিই খুব খুসি হবেন । সেই অসুখের মধ্যে একবার গিয়েছিলেন ; এখন ভাল হয়েছেন। শুধু ডাক্তারের নিষেধ বলে বাইরে আসেন না, নইলে হয়ত একদিন নিজেই এসে উপস্থিত হতেন । - কমল বলিল, তার পক্ষে আশ্চৰ্য্য নয়। যাওয়া আমারই উচিত ছিল, কিন্তু কাজের ঝঙ্কার্টে যেতে পারিনি। অন্তায় হয়ে গেছে । S on