পাতা:শেষ প্রশ্ন.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন । २७० সমস্ত মুখ তাহার আনন্দে উজ্জ্বল হইয়া উঠিল। বোধকরি একবার উঠিয়া বসিবার চেষ্টাও করিলেন, কিন্তু হঠাৎ পারিয়া উঠিলেননা। মুখের চুরুটটা ফেলিয়া দিয়া শুধু বলিলেন, এসো কমল, এসো। অপরিচিত রমণীকে নির্দেশ করিয়া কহিলেন, ইনি আমার একজন আত্মীয়া ! থরগু এসেছেন, খুব সস্তব এখানে কিছুদিন ধরে রাখতে পারবো । একটু থামিয়া বলিলেন, বেলা, ইনি কমল। আমার মেয়ের মত। উভয়েই উভয়কে হাত তুলিয়া নমস্কার করিল। হরেন্দ্ৰ কহিল, আর আমি ? ওহে!—তাও তো বটে। ইনি হরেন্দ্ৰ—প্রফেসর অক্ষয়ের পরম বন্ধু । বাকি পরিচয় যথাসময়ে হবে,—চিন্তার হেতু নেই হরেন্দ্র। কমলকে ইঙ্গিতে আহবান করিয়া কহিলেন, কাছে এসো ত কমল, তোমার হাতখানি নিয়ে খানিকক্ষণ চুপ করে বসি । এই জন্যে প্রাণটা যেন কিছুদিন থেকে ছট্‌ফট করছিল। কমল হাসিমুখে তাহার কাছে গিয়া বসিল, এবং দুই হাত বাড়াইয়া র্তাহার মোটা, ভারি হাতখানি কোলের উপর টানিয়া লইল । আশুবাবু সস্নেহে জিজ্ঞাসা করিলেন, খেয়ে এসেছে তো ? কমল মাথা নাড়িয়া বলিল, না । আশুবাবু ছোট্ট একটু নিশ্বাস ফেলিয়া কহিলেন, জেনেই বা লাভ কি ? এ বাড়ীতে খাওয়াতে পারবোনা ত! কমল চুপ করিয়া রহিল।