পাতা:শেষ প্রশ্ন.djvu/২৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Հ Գ> * শেষ প্রশ্ন একটা দিনও আমরা বুঝতে পারলামনা। যেদিন তাজের সুমুখে প্রথম দেখি সেদিনও যেমন তোমার কথা বুঝিনি, আজও তেমনি আমাদের সকলের কাছে তুমি রহস্যই রয়ে গেলে । এইমাত্র নিজেই বললে আমার ভার নিন-আবার তখনি বললে, না । {} কমল হাসিয়া কহিল, এমনি ধারা একটা না? আপনি বলুন তো দেখি ? বলুন তো যা’ খেয়েছেন আর কোনদিন খাবেননা,—কেমন আপনার কথা থাকে " অজিত কহিল, থাকৃবে কি কোরে ? না খাইয়ে তুমি তো ছেড়ে দেবেন । g কিন্তু এবার কমল অার হাসিলন । শান্তভাবে বলিল, আমার ভার নেবার সময় আজও আপনার আসেনি। যেদিন আসবে, সেদিন আমার মুখ দিয়ে না’ বেরুবেনা। রাত হয়ে যাচ্ছে আপনি খেয়ে নিন। নিই। সেদিন কখনো আসবে কিনা বলে দিতে পারো ? কমল মাথা নাড়িয়া কহিল, সে আমি পারিনে। জবাব আপনাকে নিজেই একদিন খুজে নিতে হবে। . সে শক্তি আমার নেই। একদিন অনেক খুজেচি কিন্তু পাইনি। জবাব তোমার কাছে পাবো,—এই আশা করে আজ থেকে আমি হাত পেতে থাকবো । ঐই বলিয়া অজিত নিঃশব্দে খাইতে লাগিল । খানিক পরে কমল জিজ্ঞাসা করিল, এত যায়গা থাকতে আপনি হঠাৎ হরেন্দ্রর আশ্রমে গিয়ে উপস্থিত হলেন কেন ? অজিত কহিল, কোথাও তো থাকা চাই। তুমি নিজেই তো জানে। উগ্র ছেড়ে আমারু যাবার যে ছিলনা। জানি তা হলে ?