শেষ প্রশ্ন '২৭২ হা, জানো বই কি । আর তাই যদি সত্যি, সোজা আমার কাছে চলে এলেন না কেন ? যদি আসতাম সত্যিই কি স্থান দিতে ? . সত্যি তো আর আসেননি ? সে যাক, কিন্তু হরেন্দ্রর আশ্রমে তো কষ্টের সীমা নেই,—সেই ওদের সাধনা—কিন্তু অত কষ্ট আপনার সইল কি কোরে ? •] জানিনে কি করে সইল, কিন্তু আজ আর আমার ও-কথা মনেও হয়না । এখন ওদেরই আমি একজন। হয়ত, এই আমার সমস্ত ভবিষ্যতের জীবন। এতদিন চুপ করেও ছিলামনা। লোক পাঠিয়ে স্থানে স্থানে আশ্রম প্রতিষ্ঠার চেষ্টা করেচি–তিন চারটি আশ্রমের আশাও পেয়েচি—ইচ্ছে আছে নিজে একবার বার হবে। এ পরামর্শ আপনাকে দিলে কে ? হরেন্দ্র বোধ হয় ? অজিত কহিল, যদি দিয়েও থাকেন নিষ্পাপ হয়েই দিয়েছেন। দেশের সর্বনাশ যারা চোখে দেখেচে,—এর দারিদ্র্যের নিষ্ঠুর দুঃখ, এর ধৰ্ম্মহীনতার গভীর গ্লানি, এর দৌৰ্ব্বল্যের একান্ত ভীরুতা— কমল বাধা দিয়া বলিল, হরেন্দ্র এসব দেখোচন অস্বীকার কারনে, কিন্তু আপনার ত শুধু শোনা কথা। নিজের চোখে কোন কিছু দেখবার তো আজও সুযোগ পাননি ? কিন্তু এ সবই ত সত্যি ? সত্যি নয় তা বলিনে, কিন্তু তার প্রতীকারের উপায় কি এই আশ্রম .প্রতিষ্ঠা ?s নয় কেন ? ভারতবর্ষ বলুতে তো শুধু উত্তরে হিমালয় এবং অপর তিনদিকে সমুদ্র-ঘেরা কতকটা ভূখণ্ড মাত্র নয় ? এর প্রাচীন সভ্যত্ব, এর ধৰ্ম্মের বিশিষ্টতা এর নীতির পবিত্রতা, এর ন্যায়-নিষ্ঠার মহিমা,—
পাতা:শেষ প্রশ্ন.djvu/২৭৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।