শেষ প্রশ্ন । $br8 অহঙ্কার করিনি। বাস্তবিক, ভিতরে ভিতরে আমি যেমন দুৰ্ব্বল, তেমনি অসহায় । কোন কিছুই জোর ক’রে করার সামর্থ্য নেই আমার । কমল হাসিয়া কহিল, সে অামি আপনার নিজের চেয়েও ঢের বেশি জানি । অজিত কহিল, আমার কি মনে হয় জানো ? মনে হয় তোমাকে পাওয়াও আমার যেমন সহজ, হারানোও আবার তেমনি সহজ । কমল বলিল, আমি তাও জানি । অজিত নিজের মনে মাথা নাড়িয়া বলিল, সেই তো ! তোমাকে আজ পাওয়াই ত শুধু নয়, একদিন যদি এমনি কোরে হারাতেই হয় তখন কি হলে ? কমল শান্ত কণ্ঠে কহিল, কিছুই হবেনা, সেদিন হারানোও ঠিক এম্নি সহজ হয়ে যাবে। যতদিন কাছে থাকৃবো আপনাকে সেই বিদ্যেই দিয়ে যাবো । অজিত অস্তরে চমকিয়া উঠিল বলিল, বিলেতে থাকৃতে দেখেচি, ওরা কত সহজে, কত সামান্য কারণেই না চিরদিনের মত বিচ্ছিন্ন হয়ে যায়। মনে ভাবি, কিছুই কি বাজেনা ? আর এই যদি তাদের ভালোবাসার পরিচয়, তারা সভ্যতার গৰ্ব্ব করে কিসের ? to কমল কহিল, অজিতবাবু, বাইরে থেকে খবরের কাগজে যত সহজ দেখেচেন, হয়ত তত সহজ নয়, কিন্তু তবুও কামনা করি নর-নারীর এই পরিচয়ই যেন একদিন জগতে আলো বাতাসের মত সহজ হয়ে যায়। অজিত নিঃশব্দে তাহার মুখের প্রতি চাহিয়া রহিল,—কথা কহিলনা । তার পর ধীরে ধীরে অন্যদিকে মুখ ফিরিয়া গুইতেই তাহ\র কি কারণে কোথা দিয়া চোখে জল আসিয়া পড়িল । o হয়ত,কমল বুঝিতে পারিল। উঠিয়া আসিয়া শয্যার একপ্রান্তে
পাতা:শেষ প্রশ্ন.djvu/২৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।