শেষ প্রশ্ন \S) o o নীলিমা ক্ষণকাল তাহার মুখের প্রতি চাহিয়া কহিল, তোমার মুখে ফুল-চন্দন পড়ুক ঠাকুরপো, তাই যেন হয়। ওঁর মনের মধ্যে একটুখানি । পাপই থাকৃ, উনি ধরাই পড়ন একদিন,—আমি কালীঘাটে গিয়ে ঘটা কোরে পুজো দেবো । তা’হলে আয়োজন করুন । অজিত অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, আপনি কি বাজে বকৃচেন হরেনবাবু,—ভারি বিত্র বোধ হয়। হরেন্দ্র আর কথা কহিল না। অজিতের মুখের দিকে চাহিয়া নীলিমার কৌতুহল তীক্ষ হইয়া উঠিল, কিন্তু সেও চুপ করিয়া রহিল। অজিতের কথাটা চাপা পড়িলে কিছুক্ষণ পরে হরেন্দ্র নীলিমাকে লক্ষ্য করিয়া বলিল, আমাদের আশ্রমের ওপর কমলের ভারি রাগ। আপনার বোধ করি মনে আছে বৌদি ? নীলিমা মাথা নাড়িয়া বলিল, আছে। এখনো তার সেই ভাল না কি ? + 譬 হরেন্দ্ৰ কহিল, ঠিক সেই ভাব নয়,--আর একটুখানি বেড়েছে ; এইমাত্র প্রভেদ। পরে কহিল, শুধু আমাদের উপরেই নয়, সৰ্ব্ববিধ ধৰ্ম্ম-প্রতিষ্ঠানের প্রতিই তার অত্যন্ত অনুরাগ। ব্রহ্মচৰ্য্যই বলুন, বৈরাগ্যের কথাই বলুন, আর ঈশ্বর সম্বন্ধেই আলোচনা হোক, শোনামাত্রই অহেতুক ভক্তি ও প্রীতির প্রাবল্যে অগ্নিবৎ হয়ে ওঠেন। মেজাজ ভালো থাকুলে মূ-বুড়োখোকাদের ছেলেখেলায় আবার কৌতুক বোধ করতেও অপারক হননা। চমৎকার ! is . বেলা চুপ করিয়াই শুনিতেছিল, কহিল, ঈশ্বরও ওঁর কাছে ছেলেখেলা ? আর এরই সঙ্গে আমার তুলনা করছিলেন আপ্তবাবু ? এই বলিয়া পে পর্য্যায়ক্রমে সকলের মুখের দিকৃেই চাহিল, কিন্তু কাহারও
পাতা:শেষ প্রশ্ন.djvu/৩০৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।