WS) o O " • শেষ প্রশ্ন তাহলে বলুন আপনার যা ইচ্ছা হয় । আমি উঠে যাই । নীলিমা বলিল, ঠাকুরপো, তোমার ব্রহ্মচৰ্য্য-আশ্রমটা ছাই তুলেই দাওনা ভাই। তুমিও বাচো, ছেলেগুলোও বঁাচে । হরেন্দ্র বলিল, ছেলেগুলো বাচুর্তে পারে বৌদি, কিন্তু আমার বাচবার আশা নেই ; অন্ততঃ, অক্ষয়টা বেঁচে থাকৃত্বে নয়। সে আমাকে যমের বাড়ী রওনা ক’রে দিয়ে ছাড়বে | আগুবাবু কহিলেন, অক্ষয়কে দেখচি তোমরা তা হলে ভয় করো। আজ্ঞে, করি। বিষ খাওয়া সহজ, কিন্তু তার টিটকিরি হজম করা অসাধ্য। ইনফ্লুয়েঞ্জায় এত লোক মারা গেল, কিন্তু সে তো মরলোনা । দিব্যি পালালো। সকলেই হাসিতে লাগিলেন। নীলিমা বলিল, অক্ষয়বাবুর সঙ্গে কথা কইনে বটে, কিন্তু এবার তোমার জন্যে বা’র হয়ে তার কাছে ক্ষমা ভিক্ষে চেয়ে নেবো । ভেতরে ভেতরে জলে-পুড়ে যে একেবারে কয়লা হয়ে গেলে ! - হরেন্দ্ৰ কহিল, আমরাই ধরা পড়ে গেছি বৌদি, আপনারা সব জলাপোড়ার অতীত। বিধাতা আগুন শুধু , আমাদের জন্তেই স্বষ্টি করেছিলেন, আপনারা তার এলাকার বাইরে। নীলিমা লজ্জায় আরক্ত হইয়া শুধু কহিল, তা নয়তো কি ! বৈলা কহিল, সত্যিই তো তাই । ক্ষণকাল নীরবে কাটিল । অজিত কথা কহিল, বলিল, সেদিন ঠিক এই নিয়ে আমি একটি চমৎকার গল্প পড়েচি। আপ্তবাবুর দিকে চাহিয়া জিজ্ঞাসা করিল, আপনি পড়েননি ? , কই, মনে তো হয়না। ষে মাসিকুপুত্রগুলো স্থাপনার বিলেত থেকে আসে, তারই একটাতে
পাতা:শেষ প্রশ্ন.djvu/৩০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।