পাতা:শেষ প্রশ্ন.djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○e" শেষ প্রশ্ন ক্ষণস্থায়ী,—সেই কুৎসিতের জন্যেও যে নারীর অবিজ্ঞাত চিত্ত-তলে এতবড় আসন পাতা ছিল, পুরুষের বিমুখত যে তাকে এমন নিৰ্ম্মম অপমানে আহত করতে পারে, আজকের পূৰ্ব্বে সে তার কি জানতো ? হরেন্দ্ৰ কহিল, অজিত বেশ তো বলেন। গল্পটা খুব মন দিয়ে পড়েছেন । মেয়েরা চুপ করিয়া শুধু চাহিয়া রহিল, কোন মন্তব্যই প্রকাশ করিলন । আগুবাবু বলিলেন, হা । তারপরে অজিত ? অজিত বলিতে লাগিল,—মহিলাটির অকস্মাৎ মনে পড়ে গেলো যে কেবল ঐ যুানুষটিই তো নয়, বহু লোকে বহুদিন ধ’রে তাঁকে ভালোবেসেছে, প্রার্থনা করেছে—সেদিন তার একটুখানি হাসি-মুখের একটিমাত্র কথার জন্যে তাদের আকুলতার শেষ ছিলনা। প্রতিদিনের প্রতিপদক্ষেপেই যে তারা কোন মাট ফুড়ে এয়ে দেখা দিতো, তার হিসেব মিলুতোন। তারাই বা আঁজ গেল কোথায় ? কোথাও তো যায়নি,—এখনো ত, মাঝে মাঝে তারা চোখে পড়ে ; তবে, গেছে কি তাবু নিজের কণ্ঠের সুর বিগড়ে ? তার হালির রূপ বদলে ? এই তো সেদিন,—দশ-পনেরো বছর, কতদিনই বা—এরই মাঝখানে কি তার সব হারালো ? • আশুবাবু সহসা বলিয়া উঠিলেন, যায়নি কিছুই অজিত,—হয়ত, শুধু গেছে তার যৌবন, তার মা হবার মুক্তিটুকু হারিয়ে। - অজিত র্তাহার প্রতি চাহিয়া বলিল, ঠিক তাই। গল্পটা আপনি পড়েছিলেন ? • न1 ।। নইলে ঠিক এই কথাটিই জানলেন কি কোরে ?