শেষ প্রশ্ন \Sی( obس আগুবাবু প্রত্যুত্তরে শুধু একটুখানি হাসিলেন, কহিলেন, তুমি তারপরে বল । I অজিত বলিতে লাগিল, তিনি, বাড়ী ফিরে শোবার ঘরের মস্ত বড় আরণীর সুমুখে আলো জেলে দাড়ালেন। বাইরে যাবার পোষাক ছেড়ে রাত্রিবার্সের কাপড় পরতে পরতে নিজের ছায়ার পানে চেয়ে আজ এই প্রথম তার চোখের দৃষ্টি যেন একেবারে বদলে গেলো। এমন কোরে ধাক্কা না খেলে হয়ত এখনো চোখে পড়তনা যে নারীর যা সব চেয়ে বড় সম্পদ,—আপনি যাকে বলছিলেন তার মা-হবার শক্তি,— সে শক্তি তাজ নিস্তেজ, মান ; সে আজ সুনিশ্চিত মৃত্যুর পথে পা বাড়িয়ে দাড়িয়েছে ; এ জীবনে আর তাকে ফিরিয়ে আনা, যাবেন । তার নিশ্চেতন দেহের উপর দিয়ে অবিচ্ছিন্ন জল-ধারার কন্যায় সে-সম্পদ প্রতিদিন ব্যর্থতায় ক্ষয় হয়ে গেছে ;–কিন্তু এতবড় ঐশ্বৰ্য্য যে এমন স্বল্পায়ুঃ এ বার্তা পৌঁছল তার কাছে আজ শেষ বেলায়। আগুবাবু নিশ্বাস ফেলিয়া কহিলেন, এমৃনিই হয় গুজিত, এমনিই হয়। জীবনের অনেক বড় বস্তুকেই চেনা যায় শুধু তাকে হারিয়ে । তার পরে ? f I অজিত বলিল, তার পরে সেই আশীর সুমুখে দাড়িয়ে যৌবনান্ত দেহের স্বক্ষাতিস্বল্প বিশ্লেষণ আছে। এক দিন কি ছিল, এবং আজ কি হ’তে বসেছে। কিন্তু সে বিবরণ আমি বলতেও পার্বনা পড়তেও পারবনা। নীলিমা পূর্বের মতই ব্যস্ত হইয়াবাধা দিল,—না না না, অজিতবাবু, ও থাক। ঐ যায়গাটা বাদ দিয়ে আপনি বলুন। 歸 অজিত কহিল, মহিলাটি বিশ্লেষণের শেষের দিকে বলেছেন, নারীর দৈহিক সৌন্দর্য্যের মত সুন্দর বস্তুও যেমন সংসারে নেই, এর বিকৃত্তির মত অসুন্দর বস্তুও হয়ত পৃথিবীতে আর দ্বিতীয় নেই।" . .
পাতা:শেষ প্রশ্ন.djvu/৩১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।