পাতা:শেষ প্রশ্ন.djvu/৩১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○>S)。 , শেষ প্রশ্ন বোধ করি দুর্ভাগা বিশেষণটা বিশেষ কোরে সেই পুরুষদেরই স্মরণ • করে লিখেছেন । কিন্তু রাত্রি তো অনেক হয়ে গেল অজিত, এর শেষটা কি ? • অজিত চকিত হইয়া মুখ তুলিয়া চাহিল, কহিল, আমি আপনার গল্পের কথাই ভাবছিলাম। অত ভালোবেসেও ছেলেটি কেন যে র্তাকে গ্রহণ করতে পারলেনা, এতবড় সত্য বস্তুটাও কোথা দিয়ে ষে এক নিমিষে মিথ্যের মধ্যে গিয়ে দাড়ালো, সারাজীবন হয়ত মহিলাটি এই কথাই ভেবেছেন ;–একদিন যেদিন নারী ছিলাম ! নারীত্বের সত্যকার অবসান যে নারীর অজ্ঞাতসারে কবে ঘটে এর পূৰ্ব্বে হয়ত সেই বিগত যৌবন নারা চিন্তাও করেন নি। কিন্তু তোমার গল্পের শেষটা ? অজিত শ্রান্তভাবে কহিল, আজ থাকৃ। যৌবনের ঐ শেযটাই যে এখনো নিঃশেষ হয়ে যায়নি,—নিজের এবং পরের কাছে মেয়েদের এই প্রতারণার করুণ কাহিনী দিয়েই গল্পের শেষটুকু সমাপ্ত হয়েছে। সে বরঞ্চ অন্য দিন বোল্ব । নীলিমা ঘাড় নাড়িয়া বলিল, না না, তার চেয়ে ওটুকু বরঞ্চ অসমাপ্তই থাকৃ। আশুবাবু সায় দিলেন, ব্যথার সহিত, কহিলেন, বাস্তবিক এই সমরটাই মেয়েদের নিঃসঙ্গ জীবনের সব চেয়ে দুঃসময়। অসহিষ্ণু, কপট, পর-ছিদ্রান্বেষী, এমন কি নিষ্ঠুর হয়ে,—তাই বোধ হয় সকল দেশেই মানুষে এদের এড়িয়ে চলুতে চায় নীলিমা । * নীলিমা হাসিয়া কহিল, মেয়েদের বলা উচিত নয় আশুবাবু, বলা উচিত তোমাদের মত দুর্ভাগা মেয়েদের এড়িয়ে চলুতে চায়। আগুবাবু ইহা জবাবু দিলেননা, কিন্তু ইঙ্গিতটুকু গ্রহণ করিলেন।