পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

రి: సె" • শেষ প্রশ্ন কমল তাহার মনের ভাব বুঝিল, হাসিয়া কহিল, বেশ তো, দেবার * থাকে দিন । নীলিমা আণ্ডবাঁবুকে দেখাইয়া বলিল, উনি লজ্জায় তোমার কাছে মুখ লুকিয়ে আছেন, তাই আমিই ভার নিয়েছি বলুবার। মনোরমাব সঙ্গে শিবনাথের বিবাহ স্থির হয়ে গেছে—পিতা ও ভাবী খণ্ডরের অনুজ্ঞা ও আশীৰ্ব্বাদ প্রার্থনা কোরে দু’জনেই পত্র দিয়েছেন। শুনিয়া কমলের মুখ পাংগু হইয়া গেল, কিন্তু তৎক্ষণাৎ আত্মসম্বরণ করিয়া কহিল, তাতে ওঁর লজ্জা কিসের ? নীলিমা কহিলু, সে ওঁর মেয়ে বলে। এবং চিঠি পাবার পরে এই ক'টা দিন কেবল একটি কথাই বার বার বলেছেন,—আগ্রায় এতলোক মারা গেল, ভগবান তাকে দয়া করলেননা কেন ? জ্ঞানতঃ, কোনদিন কোন অন্যায় করেননি, তাই একান্ত বিশ্বাস ছিল ঈশ্বর ওঁর প্রতি সদয়। সেই অতিমানের ব্যথাই যেন ওঁর সকল বেদনার বড় হয়ে উঠেছে। আমি ছাড়া কাউকে কিছু বলতে প্লারেমনি, এবং রাত্রিদিন মনে মনে কেবল তোমাকেই ডেকেছেন। বোধহয় ধারণা এই যে, তুমিই শুধু এর থেকে পরিত্রাণের পথ বলে দিতে পারে। ,

  • কমল উকি দিয়া দেখিল আশুবাবুর মুদ্রিত দুই চক্ষুর কোণ বাহিয়৷ ফোটা কয়েক জল গড়াইয়া পড়িয়াছে ; হাত বাড়াইয়া সেই অশ্রু নিঃশব্দে মুছাইয়া দিয়া সে নিজেও স্তব্ধ হইয়া রহিল।

বহুক্ষণ পরে জিজ্ঞাসা করিল, একটা খবর ত এই, আর একটা ? নীলিমা রহস্যচ্ছলে কথাটা বলিতে,চাহিলেও ঠিক পারিয়া উঠিলন; কহিল, ব্যাপারটা অভাবিত, নইলে গুরুতর কিছু নয়। আমাদের মুখুয্যে মশায়ের স্বাস্থ্যের জন্যে সকলেরই দুশ্চিন্তা ছিল, তিনি আরোগ্য লাভ করেছেনু ; এবং পরেyদাদা এবং বৌদি র্তার একান্ত অনিচ্ছাসত্বেও