পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন । * Sle জোর-জবরদস্তি একটি বিয়ে দিয়ে দিয়েছেন। লজ্জার সঙ্গে খবরটি তিনি আশুবাবুকে চিঠি লিখে জানিয়েছেন—এই মাত্র। এই বলিয়া এবার সে নিজেই হাসিতে লাগিল । | এ হাসির মধ্যে সুখও নাই, কৌতুকও নাই। কমল তাহার মুখের প্রতি চাহিয়া বুলিল, এ দু’টোই বিয়ের ব্যাপার। একটা হয়ে গেছে, আর একটা হবার জন্যে স্থির হয়ে আছে। কিন্তু আমাকে খুজছিলেন কেন ? এর কোনটাই তো আমি ঠেকাতে পারিনে। নীলিমা কহিল, অথচ, ঠেকাবার কল্পনা নিয়েই বোধ করি উনি তোমাকে খুজছিলেন। কিন্তু আমি তো তোমাকে খুজিনি ভাই, কায়মনে ভগবানকে ডাকৃছিলাম যেন দেখা পেয়ে তোমার প্রসন্ন দৃষ্টি লাভ করতে পারি। বাঙলা দেশে মেয়ে হয়ে জন্মে অদৃষ্টকে দোষ দিতে গেলে খেই খুজে পাবোনা ; কিন্তু বুদ্ধির দোষে বাপের বাড়ী, শ্বশুরবাড়ী দু’টোই তো খুইয়েছি,–এর ওপর উপরি-লোক্সান যা ভাগ্যে ঘটেছে সে বিবরণ দিতে পারবোনা—এখন ভী-পতির আশ্রয়টাও চলো। আগুবাবুকে ইঙ্গিতে দেখাইয়া বলিল,—দয়া-দাক্ষিণ্যের সীমা নেই,— যে-ক’টা দিন এখানে আছেন মাথা গোজবার স্থান পাবো, কিন্তু তার পরে অন্ধকার ছাড়া চোখের সামনে আর কিছুই দেখতে পাইনে। ভেবেচি, এবার তোমাকে ঠাই দিতে বোল্ব, না পাই মরবো । পুরুষের কৃপা ভিক্ষে চেয়ে স্রোতের আবর্জনার মত আর ঘাটে-ঘাটে ঠেকৃতেঠেকৃতে আয়ুর শেষ দিনটা পৰ্য্যন্ত অপেক্ষা করতে পারবোনা। বলিতে বাঁধতে তাহার গলার স্বরটা অরি হইয়া আসিল, কিন্তু চোখের জল জোর করিয়া দমন করিয়া রাখিল । কমল তাহার মুখের পানে চাহিয়া শুধু একটু হাসিল। হাস্লে যে ?