ඵමS • শেষ প্রশ্ন হাসাটা জবাব দেওয়ার চেয়ে সহজ ব’লে । নীলিমা বলিল, সে জানি । কিন্তু আজ-কাল মাঝে মাঝে কোথায় যে অদৃপ্ত হয়ে যাওঁ—সেই তো আমার ভয় । কমল কহিল, হোলাম বা অদৃশু। কিন্তু দরকার হলে আমাকে খুজতে যেতে হবেনা দিদি, আমিই পৃথিবীময় আপনাকে খুঁজে বেড়াতে বার হবো। এ সম্বন্ধে নিশ্চিন্ত হোন। আণ্ডবাবু কহিলেন, এবার এমনি কোরে আমাকেও অভয় দাওকমল, আমিও যেন ওঁর মতই নিঃসংশয় হতে পারি। আদেশ করুন কি আমি করতে পারি । 3. তোমাকে কিছুই করতে হবেনা কমল, যা করবার মামি নিজেই কোরব। আমুকে শুধু এইটুকু উপদেশ দাও, পিতার কৰ্ত্তব্যে অপরাধ না করি । এ বিবাহে কেবল যে মত দিতে পারিনে তাই নয়, ঘটতে দিতেও পারিনে । কমল বলিল, মত আপনার না দিতেও পারেন। কিন্তু বিবাহ ঘটতে দেবেননা কি কোরে ? মেয়ে তো আপনার বড় হয়েছে। , আপ্তবাবু উত্তেজনা চাপিতে পারিলেননা, কারণ, অস্বীকার করার যো নাই বলিয়া এই কথাটাই মনের মধ্যে র্তাহার অহৰ্নিশি পাক্ খাইয়াছে। বলিলেন, তা জানি, কিন্তু মেয়েরও জানা চাই যে বাপের চেয়ে বড় হয়ে ওঠা যায়না ! শুধু মতামতটাই আমার নিজের নয় কমল, সম্পত্তিটাও নিজের • আঙুবদির দুৰ্ব্বলতার পরিচয়টাই লোকের অভ্যাস হয়ে গেছে, কিন্তু তার আরও একটা দিক আছে—সেটা লোকে ভুলেছে। , কমল তাহার মুখের পানে চাহিয়া স্নিগ্ধকণ্ঠে বলিল, আপনার সে দিকৃটা যেন লোকে ভুলেই থাকে আগুবাবু। " কিন্তু তাও
পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।