Hම්ද• , শেষ প্রশ্ন কখনো আপনাকে শ্রদ্ধা করতে পারতামনা। আমার বাবা অামাকে * এই ভাবেই গড়ে গিয়েছিলেন। আশুবাবু বলিলৈন, অসম্ভব নয় কমল, তোমার কল্যাণের পথ তিনি এই দিকেই দেখতে পেয়েছিলেন। কিন্তু আমি পাইনে। তবু, আমিও পিতা । আমি.ম্পষ্ট দেখতে পাচ্চি শিবনাথকে কেউ যথার্থ ভালোবাসা দিতে পারে না,–এ তার মোহ । এ মিথ্যে এই ক্ষণস্থায়ী নেশার ঘোর যেদিন কেটে যাবে সেদিন মণির দুঃখের অন্ত থাকৃবেনা। কিন্তু তখন তাকে বাচাবে কিসে ? কমল কহিল, নেশার মধ্যেই বরঞ্চ ভাব না ছিল, কিন্তু সে-ঘোর কেটে গিয়ে যখন সে সুস্থ হয়ে উঠবে তখন তার আর ভয় নেই। তার স্বাস্থ্যই তখন তাকে রক্ষে করবে। আণ্ডবাবু অস্বীকার করিয়া বলিলেন, এ সব কথার মার-প্যাচ কমল,—যুক্তি নয় । সত্য এর থেকে অনেক দুরে । ভুলের দণ্ড তাকে বড় কোরেই পেতে হবে,—ওকালতির জোরে তার থেকে অব্যাহতি মিলুবেনা। è) কমল কহিল, অব্যাহতির ইঙ্গিত আমি করিনি আশুবাবু। ভুলের দণ্ড পেতে হয়, এ আমি জানি। তার দুঃখ আছে, কিন্তু লজ্জা নেই,— মণি কাউকে ঠকাতে যায়নি,–ভুল ভেঙে সে যদি ফিরে আসে, তাকে মাথা হেঁট করে আসতে হবেন। এই ভরসাই আপনাকে আমি দিতে চেয়েছিলাম । তবু তো ভরসা পাইনে কমল। ৯ জানি, ভুল তার ভাণ্ডুবেই, কিন্তু তারপরেও যে তাকে দীর্ঘ দিন বঁাচতে হবে,—তখন সে থাকৃবে কি নিয়ে ? বঁাচ বে কোন অবলম্বনে ? অমন কথা আপনি বলবেননা । মানুষের দুঃখটাই যদি দুঃখ
পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।