শেষ প্রশ্ন । ૭8૭ যে-লোকটি তাহার পিতা তাহাকে তিনি দেখেন মাই, নিজের সংস্কার ও প্রকৃতি অনুসারে সেই মানুষটিকে শ্রদ্ধা করাও কঠিন, তথাপি • ' ইহারই উদ্দেশে দুই চক্ষু তাহার জলে ভরিয়া গেল নিজের মেয়ের বিচ্ছেদ ও বিরুদ্ধত তাহাকে শূলের মত বিধিয়াছে, কিন্তু সকল বন্ধন কাটিয়া দিয়াণ্ডুবে কি করিয়া মানুষকে সৰ্ব্বকালের মত বাধিয়া রাখা যায়, এই পরের মেয়েটির মুখের পানে চাহিয়া যেন তাহার একটা আভাস পাইলেন । কঁাধের উপর হইতে তাহার হাতখানি টানিয়া লইয়া ক্ষণকাল চুপ করিয়া রহিলেন । কুঙ্গল কহিল, এবার আমি যাই— আশুবাবু হাত ছাড়িয়া দিলেন, বলিলেন, এসো । ইহার অধিক আর কিছু মুখ দিয়া তাহার বাহির হইলুনা । Re* শীতের স্বৰ্য্য অস্ত গেল, সায়াহ্ন-ছায়ায় ঘরের মধ্যেটা বাপুসা হইয়াছে, একটা জরুরি সেলাইয়ের বাকিটুকু কমল আলো জ্বালার পূৰ্ব্বেই সারিয়া ফেলিতে চায়। অদূরে চৌকিতে বসিয়া অজিত । ভাবে •বোধ হয় কি-একটা বলিতে বলিতে যেন হঠাৎ থামিয়া গিয়া সে উত্তরের আশায় উৎকণ্ঠিত আগ্রহে অপেক্ষা করিতেছে। মনোরমা-শিবনাথের ব্যাপারটা বন্ধু-মহলে জান-জানি হইয়াছে। আজিকার প্রসঙ্গটা সুরু হইয়াছে সেই লইয়া । অজিতের গোড়ার ব্যক্তব্যটা ছিল এই যে, এমৃনিই একটা-কিছু যে শেষ পর্য্যন্ত গড়াইবে, তাহা লে জাগ্রায় আসিয়াই সন্দেহ করিয়াছিল।
পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৫০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।