*එ8කු * শেষ প্রশ্ন বলিল, অর্থাৎ, তারা আগাগোড়া ইমারত এমন ভয়ানক নিরেট, মজবুত কোরে গড়ে তোলে যে মড়ার কবর ছাড়া তাতে জ্যান্ত মানুষের দম ফেলবার ফাকটুকু পৰ্য্যন্ত রাখেন। তারা সাধু লোক। হঠাৎ দ্বারপ্রান্তে অনুরোধ আসিল,—আমরা ভেতরে আসতে পারি ? কণ্ঠস্বর হরেন্দ্রর। কিন্তু আমরা কারা ? আমুন, আসুন, বলিয়া অভ্যর্থনা করিতে কমল দরজার কাছে গিয়া দাড়াইল । হরেন্দ্র এবং সঙ্গে আর একটি যুবক। হরেন্দ্র বলিল, শচীশকে আমাদের আশ্রমে তুমি একটি দিন মাত্র দেখেচে, তুবু আশা করি তাকে ভোলোনি ? কমল হাসিমুখে কহিল, না । শুধু সেদিন ছিল কাপড়টা শাদা, আজ হয়েছে হলুদে । হরেন্দ্র বলিল, ওটা উচ্চতর ভূমিতে আরোহণের বাহক ঘোষণা মাত্র,—আর কিছু না। ও প্ৰকাশীধাম থেকে সদ্য প্রত্যাগত—ঘন্টী দুয়ের বেশি নয়। ক্লান্ত, তদুপরি ও তোমার প্রতি প্রসন্ন নয় ; তথাপি, আমি আসূচি শুনে ও আবেগ সম্বরণ করতে পারলেন । ওটা আমাদের ব্ৰহ্মচারীদের মনের ঔদার্য্য,—আর কিছু না । এই বলিয়া সে ঘরের মধ্যে উকি মারিয়া কহিল, এই যে ! অার একটি নৈষ্ঠিক ব্রহ্মচারী পূৰ্ব্বায়েই সমুপস্থিত। যাক, আবু আশঙ্কার হেতু নেই, সুমার আশ্রমটি তো ভাঙ্গুচে, কিন্তু আর একটা গজিয়ে উঠলো বলে। এই বলিয়া αι ভিতরে• প্রবেশ করিল এবং, দ্বিতীয় চৌকিটা সতীশকে দেখাইয়া দিয়া বলিল, বসে। এবং নিজে গিয়া খাটের উপর বেশ করিয়া আঁকিয়া বসিল গ্ৰন ডাইং গৃহে তৃতীয় আসন নাই দেখিয়া সতীশ বসিতে
পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।