শেষ প্রশ্ন' ○○br দিয়ে ওকে স’রে যেতে হবে। একদিন শক, হুন, তাতারের দল ভারতবর্ষ গায়ের জোরে জয় করেছিল, কিন্তু এর সভ্যতাকে বাধ তৈ পারেনি,—তারা আপনি বাধা পড়েছিল। এর কারণ কি জানেন ? আসল কারণ তারা নিজেরাই ছিল ছোট। কিন্তু মোগল-পাঠানের পরীক্ষা বাকি রয়ে গেল ফরাসি-ইংরেজ এসে পড়লে বলে। সে মিয়াদ আজও বাজেয়াপ্ত হয়নি। ভারতের কাছে এর জবাব একদিন তাদের দিতেই হবে। সে প্রশ্ন থাকৃ, কিন্তু পশ্চিমের জ্ঞান-বিজ্ঞান-সভ্যতার কাছে ভারতবর্ষ আজ যদি ধরা দেয়, দন্তে আঘাত লাগবে, কিন্তু তার কল্যাণ বা পড়বেন, আমি নিশ্চয় বলতে পারি। . সতীশ সবেগে মাথা নাড়িয়া কহিল, না, না, না। যুদের আস্থা নেই, শ্রদ্ধা নেই, বিশ্বাসের ভিত্তি যাদের বালির ওপর, তাদের কাছে এমৃনি কোরে বলতে থাকৃলেই হবে সৰ্ব্বনাশ । এই বলিয়া হরেন্দ্রর প্রতি কটাক্ষে চাহিয়া কহিল, f এইভাবেই একদিন বাঙলায়,—সে বেশি দিন নয়—বিদেশের বিজ্ঞান, বিদেশের দর্শন, বিদেশের সভ্যতাকে মস্ত মনে কোরে সত্যভ্রষ্ট, আদর্শ-ভ্রষ্ট জনকয়েক অসম্পূর্ণ শিক্ষার বিজাতীয়-স্পন্ধায় স্বদেশের যা-কিছু আপন তাকেই তুচ্ছ কোরে দিয়ে দেশের মনকে বিক্ষিপ্ত, কদাচারী করে তুলেছিল। কিন্তু এতবড় অকল্যাণ বিধাতার সইলনা, প্রতিক্রিয়ায় বিবেক ফিরে এলো। ভুল ধরু পড়লো। সেই বিষম দুর্দিনে মনস্বী যারা স্ব-জাতির কেন্দ্রবিমুখ, উদভ্ৰান্ত চিত্বকে স্ব-গৃহের পানে সাবার ফিরিয়ে নিয়ে এলেন, তারা শুধু দেশের নয়, সমস্ত ভারতের সমস্ত। এই বলিয়া সে দুই হাত জোড় করিয়া মাথায় ঠেকাইল । কথাটা যে সত্য তাহা সবাই জানে। সুতরাং হরেক্স-অজিত উভয়েই তাঁহাকে অনুসরণ করিয়া নমস্তরে উদ্দেশে যখন নমস্কার
পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।