পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ළුVව් শেষ প্রশ্ন হরেন্দ্ৰ কহিল, সেই দিনই যেন আসে । • কমল কহিল, অমন কথা বলতে নেই হরেনবাবু। অতবড় জাত যদি মাথা নীচু কৌরে পড়ে, তার ধূলোয় জগতের অনেক আলোই মান হয়ে যাবে। মানুষের সেটা দুদিন । , হরেন্দ্র উঠিয়া দাড়াটুল। বলিল, তার এখনো দেরি অাছে, কিন্তু নিজের দুর্দিনের আভাস পাচ্চি। অনেক यारलॉइ' নিব-নিব হয়ে অস্েিচ । পিতার কাছে নেবানোর কৌশলটাই জেনেছিলে কমল, জীলাবার বিদ্যে শেখোনি । আচ্ছা, চোল্লাম। অজিতবাবুর কি বিলম্ব আছে ?, অজিত উঠি উঠি করিল, কিন্তু উঠিলনা। কমল বলিল, হরেনবাবু, আলো পথের ওপর না পড়ে চোখের । ওপর পড়লে খানায় পড়তে হয় । সে আলো যে নেভায়, তাকে বন্ধু বলে জানবেন । হরেন্দ্র নিশ্বাস ফেলিল, কফুিল, অনেক সময়ে মনে হয়, তোমার সঙ্গে পরিচয় কুক্ষণে হয়েছিল। সে প্রত্যয়ের জোর আমার আর নেই, তমুবলতে পারি, যত বিছে, বুদ্ধি, জ্ঞান ও পুরুষকারের জৌলুস ওরা দেখাক, ভারতের কাছে সে সমস্তই অকিঞ্চিৎকর। কমল বলিল, এ যেন ক্লাসে প্রোমোশন না-পাওয়া ছেলের এম-এ পাশ-করাকে ধিক্কার দেওয়া। হরেনবাবু, আত্ম-মর্য্যাদা-বোধু ব’লে যেমন একটা কথা আছে, বড়াই করা ব’লেও তেমনি একটা কথা আছে । হরেন্দ্র ক্রুদ্ধ হইল, কহিল, কথা অনেক আছে । . কিন্তু, এই ভারতই একদিন সকল দিক দিয়েই জগতের গুরু ছিল, তখন অনেকের পূর্বপুরুষ হয়ত গাছের ডালে ডালে বেড়াতো। আবার এই ভারতবর্যই আর