শেষ প্রশ্ন । やパどが○ বিচারে নিজেও বড় কম পাইনি। তাইতো আজই যকালে থলি ঝেড়ে ফর্দ মিলিয়ে দেখছিলাম। দেখলাম, শূন্যের অঙ্কগুলোই এতদিন । তহবিল ফাপিয়ে রেখেচে,—অন্তঃসারহীন থলিটার মোটা চেহারা মানুষের চোখকে কেবল নিছক ঠকিয়েছে,—ভেতরে কোন বস্তু নেই। লোকে শুধু ভুল ক’রেই ভাবে, মা, গণিত-শাস্ত্রর নির্দেশে শূন্তর দাম আছে । আমি তো দেখি কিছু নেই। একের ডানদিকে ওরা সার বেঁধে দাড়ালে একই এককোট হয়, শূন্তর সংখ্যাগুলো ভিড় করার জোরে শূন্য কোট হয়ে ওঠেনা। পদার্থ যেখানে নেই, ওগুলো সেখানে শুধু মায়া। আমার পাওয়াটাও ঠিক তাই। {} কমল তর্ক করিলনা, তাহার- কাছে গিয়া চৌকি টানিয়া বসিল । তিনি ডান হাতটি কমলের হাতের উপর রাখিয়া বলিলেন, মা, এবার সত্যিই তো যাবার সময় হোলো, কাল-পরশু যে চোল্লাম । বুড়ো হয়েছি, আবার যে কখনো দেখা হবে ভাব তে ভরসা পাইনে । কিন্তু এটুকু ভরসা পাই যে আমাকে তুমি ভুলবেন ! {} কমল কহিল, না, ভুলবোনা। দেখাও আবার হবে। আপনার থলিটা শূন্ত ঠেক্চে বলে, আমার থলিটা শূন্ত দিয়ে ভরিয়ে রাখিনি কাকাবাবু, তারা সত্যি-সত্যিই পদার্থ,—মায়া নয়! 帧 আগুবাবু এ কথার জবাব দিলেননা, কিন্তু মনে মনে বুঝিলেন, এই মেয়েটি একবিন্দুও মিথ্যা বলে নাই। কমল কহিল, আপনি এখনো আছেন বটে, কিন্তু আপনার মনটা যে এদেশ থেকে বিদেয় নিয়েছে তা বাড়ীতে ঢুকেই টের পেয়েছি। এখানে আর আপনাকে ধরে রাখা যাবেনা । কোথায় যাবেন ? কলকাতায় ? আণ্ডবাবু ধীরে ধীরে মাথা নাড়িলেন, বলিলেন, বা, ওখানে নয়।
পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৭০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।