*や● • শেষ প্রশ্ন এবার একটুখানি দুরে যাবো কল্পনা করেচি। পুরনো বন্ধুদের কথা “দিয়েছিলাম, যদি বেঁচে থাকি আর একবার দেখা করে যাবো । এখানে তোমারো ত কোন কাজ নেই কমল, যাবে মা আমার সঙ্গে বিলেতে ? আর যদি ফিরতে না পারি, তোমার মুখ থেকে কেউ-কেউ খবরটা পেতেও পারবে । এই অনুদিষ্ট সৰ্ব্বনামের উদ্দিষ্ট যে কে কমলের বুঝিতে বিলম্ব হইলনা, কিন্তু এই অস্পষ্টতাকে সুস্পষ্ট করিয়া বেদনা দেওয়াও নিম্প্রয়োজন। আশুবাবু বলিলেন, ভয় নেই মা, বুড়োকে সেবা করতে হবেনা। এই অকৰ্ম্মণ্য দেহটার দাম তো ভারি,—এটাকে বয়ে বেড়াবার অজুহাতে আমি মানুষের কাছে ঋণ আর বাড়াবোনা। কিন্তু কে জানতো কমল, এই মাংস-পিওটাকে অবলম্বন কোরেও প্রশ্ন জটিল হয়ে উঠতে পারে। মনে হয় যেন লজ্জায় মাটির সঙ্গে মিশে যাই । এত বড় বিস্ময়ের ব্যাপারও যে• জগতে ঘটে, এ কে কবে ভাবতে পেরেছে। ' * কমল সন্দেহে চমকিয়া উঠিল, জিজ্ঞাসা করল, নীলিমা-দিদিকে দেখচিনে কেন কাকাবাবু, তিনি কোথায় ? আপ্তবাবু বলিলেন, বোধ হয় তার ঘরেই আছেন—কাল সকাল থেকেই আর দেখতে পাইনি। শুনলাম হরেন্দ্র এসে তার বাসায় নিয়ে যাবে । র্তার আশ্রমে ? আশ্রম আর নেই। সতীশ চলে গেছে, কয়েকটি ছেলেকেও সঙ্গে নিয়ে গেছে। শুধু চার পাঁচ জন ছেলেকে হরেন্দ্র ছেড়ে দেয়নি, তারাই আছে। এদের মা-বাপ, আত্মীয়-স্বজন কেউ কোথাও নেই,
পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।