こやぬ • শেষ প্রশ্ন . আণ্ডবাবু একমুহূর্ত নিজেকে সম্বরণ করিয়া বলিলেন, খুব সম্ভব * মিনিট দুই তিন । এ অবস্থায় তারে কি যে বোল্বো আমি ভেবে পাবার আগেই নীলিমা তীরের মত উঠে দাড়ালো, একবার চাইলেওনা, —ঘর থেকে বার হয়ে গেল। না বলুলৈ সে একটা কথা, না বোল্লাম অামি । তারপরে আর দেখা হয়নি । কমল জিজ্ঞাসা করিল, এ কি আপনি আগে বুঝতে পারেননি ? আগুবাবু বলিলেন, না। স্বপ্নেও ভাবিনি। আর কেউ হলে সন্দেহ হোতে এ শুধু ছলনা,—শুধু স্বার্থ। কিন্তু এর সম্বন্ধে এমন কথা ভাবাও অপরাধ। এ কি আশ্চৰ্য্য মেয়েদের মন ! এই রোগাতুর জীর্ণ দেহ, এই অক্ষম অবসন্ন চিত্ত, এই জীবনের অপরাহ্ল বেলায় জীবনের দাম যুর কাণাকড়িও নয়, তারও প্রতি যে সুন্দরী যুবতীর মন আকৃষ্ট হতে পারে, এতবড় বিস্ময় জগতে কি আছে ! অথচ, এ সত্য, এর এতটুকুও মিথ্যে নয়। এই বলিয়া এই সদাচারী প্রৌঢ় মাহুটি ক্ষোভুে, বেদনায় ও অকপট লজ্জায় নিঃশ্বাস ফেলিয়া নীরব হইলেন। ਿ। এই ভাবে থাকিয়া পুনশ্চ কহিলেন, কিন্তু আমি নিশ্চয় জানি এই বুদ্ধিমতী নারী আমার কাছে কিছুই প্রত্যাশা করেন । ও শুধু চায় আমাকে যত্ন করতে, শুধু চায় সেবার অভাবে জীবনের নিঃসঙ্গ বাকি দিন কটা যেন না আমার দুঃখে শেষ হয়। শুধু দয়া অাঁর অকৃত্রিম করুণা ! 晶 কমল চুপ করিয়া আছে, দেখিয়া তিনি বলিতে লাগিলেন, বেল বিবাহ বিচ্ছেদের যখন মামলা আনে জামি সম্মতি দিয়েছিলাম। কথায় কথায় সেদিন এই প্রসঙ্গ উঠে পড়ায় নীলিমা অত্যন্ত স্বাগ করেছিলো । তারপর থেকে বেলাকে ও যেন কিছুতেই সহ করতে পারছিলনা। নিজের স্বামীকে এমনি ক’রে সর্বসাধারণের কাছে লজ্জিত অপদস্থ ” ૨8 ૦
পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।