পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©ግ«m •শেষ প্রশ্ন কুসুমের আশায় বিধাতার দোরে হাত পেতে জন্মান্তর কাল প্রতীক্ষা করবারওঁ আমার ধৈর্য্য থাকবে না। যে-জীবনকে সবার মাঝখানে সহজবুদ্ধিতে পাই, এই আমার সত্য, এই আমার মহৎ । ফুলে-ফলেশোভায়-সম্পদে এই জীবনটাই যেন আমার ভরে ওঠে, পরকালের বৃহত্তর লাভের আশায় ইহকালকে যেন না আমি অৱহেলুায় অপমান করি। কাকাবাবু, এমনি কোরেই আপনারা আনন্দ থেকে, সৌভাগ্য থেকে স্বেচ্ছায় বঞ্চিত । ইহকালকে তুচ্ছ করেছেন বলে ইহকালও আপনাদের সমস্ত জগতের কাছে আজ তুচ্ছ কোরে দিয়েছে । নীলিমা দিদির দেখা পাবে কিনা জানিনে, যদি পাই তাকে এই কথাই বলে যাবে। . কমল উঠিয় দাড়াইল। আগুবাবু সহসা জোর করিয়া তাহার হাতটা ধরিয়া ফেলিলেন,—যাচ্চো মা ? কিন্তু তুমি যাবে মনে হলেই বুকের ভিতরটা যেন হাহাকার কোরে ওঠে । কমল বসিয়া পড়িল, বলিল, কিন্তু আপনাকে 'তো আমি কোন দিক থেকেই ভরসা দিতে পারিনে। দেহে-মনে যখন আপনি অত্যন্ত পীড়িত, সাস্তুনা দেওয়াই যখন সবচেয়ে প্রয়োজন, তখুন সকল দিক দিয়েই আমি যেন কেবলি আঘাত দিতে থাকি। তবুও কারও চেয়ে আপনাকে আমি কম ভালোবাসিনে কাকাবাবু । “আণ্ডবাবু নীরবে স্বীকার করিয়া বলিলেন, তাছাড়া নীলিমা, এই কি সহজ বিস্ময় ! কিন্তু এর কুারণ কি জানো কমল ? •) কমল মিত-মুখে কহিল, বোধ হয় আপনার মধ্যে চোরাবালি নেই, –তাই ৯ চোর-বালি নিজের দেহেরও ভার বইতে ক্লারেনা, পায়ের তলা থেকে আপনাকে সরিয়ে দিয়ে আপনাকেই ডোবায় । কিন্তু नैटबल्ले शा*ि লোহা, পাথরেরও বোঝা বয়, ইমারত গড়া”তার ওপরেই