শেষ প্রশ্ন · ðዓS চলে। নীলিমা দিদিকে সব মেয়েতে বুঝবেনা, কিন্তু নিজেকে নিয়ে খেলা করবার যাদের দিন গেছে, মাথার তার নাবিয়ে দিয়ে যারাএবারের মত সহজ নিশ্বাস ফেলে বাচতে চায় তারা ওকে বুঝবে। হু, বলিয়া আশুবাবু নিজেই নিশ্বাস ফেলিলেন। বলিলেন, শিবনাথ ? , , Q কমল কহিল, যেদিন থেকে তাকে সত্যি কোরে বুঝেছি, সেদিন থেকে ক্ষোভ-অভিমান আমার মুছে গেছে—জালা নিতেচে। শিবনাথ গুণী, শিল্পী,—শিবনাথ কবি। চিরস্থায়ী প্রেম তুদের পথের বাধা, স্বষ্টির অন্তরায়, স্বভাবের পরম বিস্তু। এই কথাই তো তাজের সুমুখে দাড়িয়ে সেদিন বলুতে চেয়েছিলাম। মেয়েরা শুধু উপলক্ষ,—নইলে, ওরা ভালোবাসে কেবল নিজেকে। নিজের মনটাকে দু-ভাগ কোরে নিয়ে চলে ওদের দু'দিনের লীলা,—তারপরে সেটা ফুরোয় বলেই মুর গলায় ওদের এমন বিচিত্র হয়ে বাজে,—নইলে বাজতো না, শুকিয়ে জমাট হয়ে যেতো। আমি তো জানি, শিবনাথ ওকে ঠকায়নি, মণি আপনি ভুলেছে। সূৰ্য্যাস্ত-বেলায় মেঘের গায়ে যে রঙ ফোটে 'কাকাবাবু, সে স্থায়ীও নয়, সে তার আপন বর্ণও নয়, কিন্তু তাই বলে তাকে মিথ্যে বল্বে কে ? է, (. আশুবাবু বলিলেন, সে জানি, কিন্তু রঙ নিয়েও মানুষের দিন চলেন, মা, উপমা দিয়েও তার ব্যথা ঘোচেনা । তার কি বলো ত ? কমলের মুখ ক্লাস্তিতে মলিন হইয়া স্নাসিল, কহিল, তাইতে ঘুরেঘুরে একটা প্রশ্নই বারে বারে আসঁচে কাকাবাবু শেষ আর হচ্চেনা। বরঞ্চ, যাবার সময় আপনার ওই আশীৰ্ব্বাদটুকুই রেখে যান, মণি যেন দুঃখের মধ্যে দিয়ে আবার নিজেকে খুজে পায়। যা করবার তা ঝরে, গিয়ে সেদিন ‘ষেন ও নিঃসংশয়ে আপনাকে চিনতে পারে। আর
পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।