পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

こbr> • শেষ প্রশ্ন দেখা ক’রে যেতে পারবে । কিন্তু আমার তো সে অাশা নেই,~–শেষ দেখা দেখে আসিগে,—কি বলে ? অজিত চুপ করিয়া রহিল। স্পষ্টই দেখিতে পাইল, সেথায় নানাছলে বহু তীক্ষু ও তিক্ত ইঙ্গিত ব্যক্ত ও অব্যক্ত ইসারায় আজ শুধু একটি মাত্র দিকেই ছুটিতে• থাকিবে, ইহারই সম্মুখে এই একাকিনী রমণীকে পরিত্যাগ করার মতো কাপুরুষতা আর কিছু হইতেই পুরেনা। কিন্তু সঙ্গী হইবার সাহস নাই, নিষেধ করাও তেমনি কঠিন । নূতন গাড় কেনা হইয়া আসিয়াছে সন্ধ্যার কিছু পরে ফ্লোফার কমলকে লইয়া চলিয়া গেল। হরেন্দ্রের বাসায় দ্বিতলের সেই হল-ঘরটায় নূতন, দামী কাপে ট বিছাইয়। অতিথিদের স্থান করা হইয়াছে। অালো জ্বলিতেছে অনেকগুলা, কোলাহলও কম হইতেছেন । মাঝখানে আশুবাবু, ও তাহাকে বিরিয়া জনকয়েক ভদ্রলোক। বেলা আসিয়াছেন, এবং আরও একটি মহিলা আধিয়াছেন তিনি ম্যাজিষ্ট্রেটের পত্নী মালিনী। কে-একটি" ভুদ্রলোক এদিকে পিছন ফিরিয়া ঠাঙ্গদের সঙ্গে গর করিতেছেন । নীলিমা নাই, খুব সস্তব অন্যত্র কাজে নিযুক্ত। হরেন্দ্র ঘরে ঢুকিল, এবং ঢুকিয়াই চোখে পড়িল এদিকের দরজার পাশে দাড়াইয়া কমল । সবিস্ময় কলস্বরে সস্বৰ্দ্ধনা করিল,—কমল যে ? কখন এলে ? অজিত কইখ . সকলের দৃষ্টি একাগ্র হইয়া ঝুঁকিয়া পড়িল। কমল দেখিল ফেব্যক্তি মহিলাদের সহিত আলাপ করিতেছিলেন তিনি আর কেহ নহেন, স্বয়ং অক্ষয়। কিঞ্চিৎ শীর্ণ। ইনফ্লুয়েঞ্জা এড়াইয়াছেন, কিন্তু দেশের ম্যালেরিয়াকে পাশ কাট্রাইতে পারেন নাই। ভালই হইল যে তিনি