শেষ প্রশ্ন ❖bobም গৃহেই মেয়েদের দ্বার রুদ্ধ ছিল, শুনেচি, একদিন তোমাকে আহ্বান করায় সতীশ স্থানটাকে কলুষিত জ্ঞান করেছিল । কিন্তু, আজ আমরা সবাই আমন্ত্রিত, কারও আসায় বাধা নেই– ' ༽འི་འོང་ཟླ་༨ པར་ একটি ছেলে কবাটের কাছে আসিয়া দাড়াইল । পরণে পরিচ্ছন্ন ভদ্র পোষাক, মুখে আনন্দ ও পরিতৃপ্তির আভাস ; কহিল, দিদি বললেন, খাবার তৈরি হয়ে গেছে, ঠাই হবে ? অক্ষয় বলিল, হবে বই কি হে। বলোগে, রাতও তো হোলো - ছেলেটি চলিয়া গেলে হরেন্দ্ৰ কহিল, বৌঠাকরুণ আসা পর্য্যন্ত খাবার চিন্তাটা আর কারুকে করতে হয়না । ওঁর তো কোথাও যায়গা ছিলনা,—কিন্তু সতীশ রাগ করে চলে গেলো। আগুবাবুর মুখ মুহূৰ্ত্তের জন্ত রাঙা হইয়া উঠিল । , হরেন্দ্র বলিতে লাগিল, অথচ, সতী শেরও অন্য উপায় স্থিলনা । সে ত্যাগী, ব্রহ্মচারী,—এ সম্পর্কে তার সাধনার বিস্ত্র। কিন্তু আমারি যে সত্যিই কোন কাজটা ভাল হোলো সব সময়ে ভেবে পাইনে । 2. কমল অকুষ্ঠিত স্বরে বন্সিল, এই কাজটাই হরেনবাবু, এই কাজটাই। সংযম যখন সহজ না হয়ে অপরকে আঘাত করে তখনই সে হয় দুৰ্ব্বহ। এই বলিয়া সে পলকের জন্ত আগুবাবুর প্রতি চাহিল,—হয়ত কি একটা গোপন ইঙ্গিত ছিল,—কিন্তু হরেন্দ্রকেই পুনশ্চ বলিল, ওরা নিজেকেই টেনে টেনে বাড়িয়ে ওদের ভগবানকে 弹 করে । তাই ওদের ভগবানের পূজো বারেবারেই ঘাড় হেঁট করে আত্ম-পূজোয় নেমে আসে। এছাড়া ওদের -4থ নেই। মানুষ তো শুধু কেবল নরও নয়, নারীও নয়,—এ দুয়ে মিলেই তবে সে এক। এই অৰ্দ্ধেককে বাদ দিয়ে যখন দেখি সে নিজেকে বৃহৎ ক'রে পেতে চায়, তখনি দেখি সে আপনাকেও পায়না;
পাতা:শেষ প্রশ্ন.djvu/৩৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।