পাতা:শেষ প্রশ্ন.djvu/৪০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন ー)な〉ど。 একটু থামিয়া বলিল, তোমার মনে নেই একদিন বলেছিলাম, ভয়ানক মজবুত করার লোতে অমন নিরেট নিশ্ছিদ্র কোরে বাড়ী গাঁথতে চেয়োনা । ওতে মড়ার কবর তৈরি হবে, জ্যান্ত-মানুষের শোবার ঘর হবে না । ம்ே অজিত কহিল, বুলেছিলে জানি। জানি আমাকে বাধতে চাওনাকিন্তু আমি যে চাই। তোমাকেই বা কি দিয়ে আমি বেঁধে রাখবে কমল ? * কই সে জোর ? কমল বলিল, জোরে কাজ নেই। বরঞ্চ, তোমার দুর্বলতা দিয়েই অঁামাকে বেঁধে রেখো। তোমার মত মানুষকে সংসারে ভাসিয়ে দিয়ে যাবে, অত নিষ্ঠুর আমি নই। পলকমাত্র আশুবাবুর দিকে চাহিয়৷ কহিল, ভগবান তো মানিনে, নইলে প্রার্থনা কোরতাম দুনিয়ার সকল আঘাত থেকে তোমাকে আড়ালে রেখেই একদিন যেন আমি মরক্তে পারি। নীলিমার দুই চক্ষে জল আসিয়া পড়িল । আগুবাবু নিজেও বাষ্পাকুল চক্ষু মুছিয়া ফেলিলেন, গাটম্বর বলিলেন, তোমার ভগবান মেনেও কাজ নেই, কমল। ঐ একই কথা, যা । এই আত্ম-সমর্পণই একদিন তোমাকে তার কাছে সগৌরবে পৌছে দেবে। c* কমল হাসিয়া বলিল, সে হবে আমার উপরি পাওনা। ন্যায্য পাওনার চেয়েও তার মান বেশি। সে ঠিক কথা মা । কিন্তু জেনে রেখো, আমার আশীৰ্ব্বাদ নিফলে’ যাবেন । হরেন্দ্র বলিল, অজিত, খেয়ে তো আসেনি, নীচে চলো । আশুবষ্ণু সহাস্তে কহিলেন, এমৃনি তোমার বিদ্যে ও খেয়ে আসেনি, আর কমল এখানে বসে খেয়ে-দেয়ে নিশ্চিন্ত হোলো,—যা ও কখনো করেন । -