পাতা:শেষ প্রশ্ন.djvu/৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন סף কমল কহিল, আমিও না। কিন্তু পারিনে বললেই ত হয়না,— গরীবদের অনেক কিছুই সংসারে পারতে হয়। এই বলিয়া সে অজিতের মুখের পানে চাহিয়া হঠাৎ বলিয়া উঠিল, নেবেন আমাকে সঙ্গে কোরে ? একটুখানি ঘুরে আসবো । অজুিত মুস্কিলে পড়িল । সঙ্গে আজ সোফার পর্য্যন্ত ছিলনা, শিবনাথবাবুও গৃহে নাই তাহা পূৰ্ব্বেই শুনিয়াছে, কিন্তু প্রত্যাখ্যান করিতেও বাধিল । একটুখানি দ্বিধা করিয়া কহিল, এখানে আপনার সঙ্গী-সার্থী বুঝি কেউ নেই? কমল কইল, শোন কথা। সঙ্গী-সাখী পাবে কুোথায় ? দেখুননা চেয়ে একবার পল্লীর দশা । সহরের বাইরে বললেই হয়,—সাহগঞ্জ না কি নাম, কোথাও কাছাকাছি বোধকরি একটা চামড়ার কারখানা আছে—আমার প্রতিবেশী ত শুধু মুচিরা। কারখানায় যায় আসে, মদ খায়, সারা রাত হল্লা করে,—এই ত আমার পাড়া । অজিত জিজ্ঞাসা করিল, এ দিকে ভদ্রলোক বুঝি নেই ? কমল বলিল, বোধহয় না। আর থাকৃলেই বা কি,—আমাকে তারা বাড়ীতে যেতে দেবে কেন ? তাহলে ত,—মাঝে মাঝে যখন বডড একলা মনে হয়,—তখন আপনাদের ওখানেও যেতে পারতাম । বলিতে বলিতে সে গাড়ীর খোলা দরজা দিয়া নিজেই ভিতরে গিয়া বুসিল, কহিল, আসুন, অামি অনেকদিন মোটরে চড়িনি, আজ কিন্তু আমাকে অনেক দূর পর্য্যস্ত বেড়িয়ে আনতে হবে। কি করা উচিত অজিত ভাবিয়া পাইলনা, সঙ্কোচের সহিত কহিল, বেশি দূরে গেলে রাত্রি হয়ে যেতে পারে। শিবনাথবাবু বাড়ী ফিরে আপনাকে দেখতে না পেলে হয়ত কিছু মনে করবেন। க் কমল বলিল, নাঃ—মনে করবার কিছু নেই।