ዓ¢ শেষ প্রশ্ন কথাটা অজিত বুঝিতে পারিলনা, বলিল, এর মানে ? কমল তাহার মুখের পানে চাহিয়া একটুখানি হাসিল। ক্ষণেক পরে মাথা নাড়িয়া বলিল, মানে নেই। এমনি । কথাটা যে সে বুঝাইয়া বলিতে চাহেনা এইটুকুই শুধু বুঝা গেল, আর কিছু না । অন্ধকার গাঢ়তর হইয়া আসিতেছে, অজিত ফিরিতে চাহিল, কমল কহিল, এরই মধ্যে ? (চলুন আর একটু যাই। অজিত কহিল, অনেক দূরে এসে পড়েচি ফিরতে রাত হবে। কমল বলিল, হ’লই বা । কিন্তু শিবনাথবাবু হয়ত বিরক্ত হবেন। কমল জবাব দিল, হলেনই বা । অজিত মনে মনে বিস্মিত হইয়া বলিল, কিন্তু আশুবাবুদের বাড়ী ফিরিয়ে নিয়ে যেতে হবে, বিলম্ব হলে ভালো হবেনা। "কমল প্রত্যুত্তরে কহিল, আগ্রা সহরে ত গাড়ীর অভাব সেই, তারা অনায়াসে যেতে পারবেন। চলুন, আরো একটু। এমনি করিয়া কমল যেন তাহাকে জোর করিয়াই নিরন্তর সম্মুখের দিকে ঠেলিয়া লইয়া যাইতে লাগিল । ক্রমশঃ লোক-বিরল পথ একান্ত জনহীন ও রাত্রির অন্ধকার প্রগাঢ় কুইয়া উঠিল, চারিদিকের দিগন্ত-বিস্তৃত প্রান্তর নিরতিশয় স্তব্ধ। অজিত হঠাৎ একসময়ে উদ্বিগ্ন-চিত্তে গাড়ীর গতি রোধ করিয়া বলিল, আর oনা, ফিরি চলুন , ক্লমল কহিল, চলুন। ফিরিবায়ু পথে সে ধীরে ধীরে বলিল, ভাবছিলাম, মিথ্যের সঙ্গে রক্ষা করতে গিয়ে জীবনের কত অমূল্য সম্পদই না মানুষে নষ্ট করে।
পাতা:শেষ প্রশ্ন.djvu/৭৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।