শেষ প্রশ্ন ԳԵ তার মানে স্পষ্ট বোঝবার এখনো আপনার সময় আসেনি। যদি কখনো আসে আমাকে কিন্তু মৰ্মে করবেন। করবেন ত ? অজিত কহিল, কোরব । গাড়ী আসিয়া সেই ভাঙা ফুল-বাগানের সম্মুখে থামিল। অজিত স্বার খুলিয়ান নিজে রাস্তায় আসিয়া দাড়াইল । বাটীর দিকে চাহিয়া কহিল, কোথাও এতটুকু আলো নেই, সবাই বোধ হয় ঘুমিয়ে পড়েচে । কমল নামিতে নামিতে কহিল, বোধ হয় । অজিত কহিল, দেখুন ত আপনার অন্যায়। কাউকে জানিয়ে গেলেননা, শিবনাথবাবু না জানি কত দুর্ভাবনাই ভোগ করেছেন। কমল কহিল, ই । দুর্ভাবনার ভারে ঘুমিয়ে পড়েছেন। অজিত জিজ্ঞাসা করিল, এই অন্ধকারে যাবেন কি কোরে ? গাড়ীতে একটা হাত-লণ্ঠন আছে, সেটা জেলে নিয়ে সঙ্গে যাবো ? কমল অত্যন্ত খুসি হইয়া কহিল, তা হলে ত বাচি অজিত বাবু। আসুন, আসুন, আপনাকে একটুখানিচা থাইয়ে দিই। অজিত অমুনয়ের কণ্ঠে কহিল, আর যা হুকুম করুন পালন করবো, কিন্তু এত রাত্রে চা খাবার আদেশ করবেননা। চলুন আপনাকে পৌছে দিয়ে আসূচি। সদর দরজায় হাত দিতেই খুলিয়া গেল। ভিতরের বারান্দায় একজন হিন্দুস্থানী দাসী ঘুমাইতেছিল মানুষের সাড়া পাইয়া উঠিয়া বসিল । বাড়ীটি দ্বিতল । উপরে ছোট ছোট গুটি দুই ঘর। অতিশয় সঙ্কীর্ণ সিড়ির নিচে মিট্ মিটু করিয়া একটি হরিকেন লণ্ঠন জলিতেছে, সেইটি হাতে করিয়া কমল তাহাকে উপরে আহবান করিতে অজিত লঙ্কোচে ব্যাকুল হইয়া বলিল, না, এখন যাই। রাত অনেক হলো । কমল জিদ করিয়া কহিল, সে হবেনা, আসুন।
পাতা:শেষ প্রশ্ন.djvu/৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।