ዓ> শেষ প্রশ্ন অজিত তথাপি দ্বিধা করিতেছে দেখিয়া সে বলিল, আপনি ভাব চেন এলে শিবনাথবাবুর কাছে তারি লজ্জার কথা । কিন্তু না এলে যে আমার লজ্জা আরও ঢের বেশি এ ভাবচেন না কেন ? আসুন । নিচে থেকে এমন অনাদরে আপনাকে যেতে দিলে-রাত্রে আমি ঘুমোতে পারবোন । অজিত উঠিয়া আসিয়া দেখিল ঘরে আসবাব নাই বলিলেই হয়। একখানি অল্পমূল্যের আরাম কেদারা, একটি ছোট টেবিল, একটি টুল, গোটা তিনেক তোরঙ্গ, একধারে একখানি পুরানো লোহার খাটের উপর বিছানা-বালিশ গাদা করিয়া রাখা,—যেন, সাধারণতঃ, তাহাদের প্রয়োজন নাই এমনি একটা লক্ষ্মীছাড়া ভাব । ঘর শূন্ত,—শিবনাথবাবু নাই। অজিত বিস্মিত হইল, কিন্তু মনে মনে ভারি একুটা স্বস্তি বোধ করিয়া কহিল, কই তিনি ত এখনো আসেননি ? কমল কহিল, না। অজিত বলিল, আজ বোধহয় আমাদের ওখানে তার গান-বাজনা খুব জোরেই চলুচে। কি কোরে জানলেন ? কাল পরও দুদিন যাননি। আজ হাতে পেয়ে অীগুবাবু হয়ত সমস্ত ক্ষত্বি পূরণ ক’রে নিচ্চেন। কমল প্রশ্ন করিল, রোজ যান, এ দুদিন যাননি কেন ? অজিত কহিল, সে খধর আমাদের চেয়ে আপনি বেশুি দ্বানেন । সম্ভবতঃ, আপনি ছেড়ে দেননি বলেই তিনি যেতে পারেননি। নইলে, স্বেচ্ছায় •গর-হাজির হয়েছেন এ তো তাকে দেখে কিছুতেই মনে হয়না । o
পাতা:শেষ প্রশ্ন.djvu/৮৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।