পাতা:শেষ প্রশ্ন.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন * F Ե- e কমল কয়েক মুহূৰ্ত্ত তাহার মুখের প্রতি চাহিয়া থাকিয়া অকস্মাৎ হাসিয়া উঠিল । কহিল, কে জানে তিনি ওখানে যান গানবাজ না করতে । বাস্তবিক, মানুষকে জবরদস্তি ধরে রাখা বড় অন্যায়, না ? مه ، هي به অজিত বলিল, নিশ্চয় । কমল কহিল, উনি ভালো লোক তাই । আচ্ছা, আপনাকে কেউ যদি ধরে রাখতো, থাকৃতেন ? অজিত বলিল, না । তা ছাড়া আমাকে ধরে রাধুবার তো কেউ নেই ? কমল হাসিমুখে বার দুই তিন মাথা নাড়িয়া বণুিল, ঐ তো মুদ্ধির। ধরে রাখবার কে যে কোথায় লুকিয়ে থাকে জানবার যো নেই। এই যে আমি সন্ধ্যা থেকে আপনাকে ধরে রেখেচি তা টেরও পাননি। থাকৃ থাকৃ, লব কথার তর্ক করেই বা হবে কি ? কিন্তু কথায় কথায় দেরি হয়ে যাচ্চে, যাই আমি ওঘর থেকে চা’ তৈরি করে আনি । আর একলাটি আমি চুপ কোরে বসে থাকবো ? সে হবেনা। হবার দরকার কি। এই বলিয়া কমল সঙ্গে করিয়া তাহাকে পাশের ঘরে আনিয়া একখানি নূতন আসন পাতিয়া দিয়া কহিল, বসুন। কিন্তু বিচিত্র এই দুনিয়ার ব্যাপার অজিতবাবু। সেদিন এই আসনখানি পছন্দ কোরে কেনবার সময়ে ভেবেছিলাম একজুনকে ধসূতে দিয়ে বলুবো,—কিন্তু সে তো আর আর-একজনকে বলা যায় না অজিতবাবু।–তবুও আপনাকে বসতে তো দিলাম। অথচ, কতটুকু সময়েরই বা ব্যবধান । ইহার অর্থ যে কি ভাবিয়া পাওয়া দায়। হয়ত অতিশয় সহজ, হয়ত ততোধিক দুরূহ। তথাপি অজিত লজ্জায় রাঙা হইয়া উঠিল ।