পাতা:শেষ প্রশ্ন.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

brసి শেষ প্রশ্ন আশুবাবু এ প্রশ্নের জবাব দিতে পারলেননা। তিনি শোনেননি কিছুই জানেননা কিছুই, সমস্তই তাহর অনুমান মাত্র। তথাপি মন র্তাহার প্রসন্ন হইলনা । কারণ, এমন করিয়া তর্ক করা যায়, কিন্তু উৎকণ্ঠিত পিতৃ-চিত্তকে নিঃশঙ্ক করা যায়না খানিক পরে তিনি ধীরে ধীরে বক্সিলেন, অত রাত্রে অজিত আর খেতে চাইলেননা, ফ্রামিও শুতে গেলাম ;—তুমি তো আগেই গুয়ে পড়েছিলে,—কি জানি, কোথায় হয়ত অfাদের একট। সুবহেলা প্রকাশ পেয়েছে। ওঁর মনটা আজ তেমন ভালো নেই | মনোরমা বলিল, কেউ যদি সারা রাত পথে কাটাতে চায় সুামাদেরও কি জ্বার জন্যে ঘরের মধ্যে জেগে কাটাতে হবে ? এই কি অতিথির প্রতি গৃহস্থের কর্তব্য বাবা ? আশুবাবু হাসিলেন। নিজেকে ইঙ্গিতে দেখাইয়া বলিলেন, গৃহস্থ মানে যদি এই বেতে রুগীটি হয় মা, তাহলে তার কৰ্ত্তক আটটার মধ্যেই শুয়ে পড়া । নইলে ঢ়ের রড় সম্মানিত অতিথি বাত-ব্যাধির প্রতি অসম্মান দেখানো হয়। কিন্তু সে অর্থে যদি অন্য কাউকে বোঝায় তো র্তার কৰ্ত্তব্য নির্দেশ করবার আমি কেউ নয়। আজ অনেকদিনের একটা ঘটনা মনে পোড়ল মণি । তোমার মা তখন বেঁচে । গুপ্তিপাড়ায় মাছ ধরতে গিয়ে আর ফিরতে পারলামনা। শুধু একটা রাত মাত্রই নয়,—তবু একজন তাই নিয়ে গোটা তিনটে রাত্রি জানলায় বসে কাটিয়ে দিলেন । র্তার কর্তব্য কে নির্দেশ ক’রেছিলেন তখন জিজ্ঞেস করা হয়নি, কিন্তু আর একদিন দেখা হলে এ কথা জেনে নিতে ভুলবোন। এই বলিয়া তিনি ক্ষণকালের জন্য সুখ ফিরাইয়া কন্যার ধৃষ্টপথ হইতে নিজের চোখ দুটুিকে আড়াল করিয়া লইলেন। • * এ কাহিনী নূতন নয়। গল্পচ্ছলে এ ঘটনা বহুবার মেয়ের কাছে