পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

সুলােকের সম্মতি,
ইন্দ্রাণীর মালার একটি পাপড়ি-
তােমাকে এমনি করেই জেনেছি
আমাদের সকালসন্ধ্যার সােহাগিনী।

পণ্ডিত তােমাকে বলে শুক্রগ্রহ;
বলে, আপন সুদীর্ঘ কক্ষে
তুমি বৃহৎ, তুমি বেগবান
তুমি মহিমান্বিত;
সুর্যবন্দনার প্রদক্ষিণপথে
তুমি পৃথিবীর সহযাত্রী,
রবিরশ্মিগ্রথিত দিনরত্নের মালা
দুলছে তােমার কণ্ঠে।

যে মহাযুগের বিপুল ক্ষেত্রে
তােমার নিগূঢ় জগদব্যাপার
সেখানে তুমি স্বতন্ত্র, সেখানে সুদূর,
সেখানে লক্ষকোটি বৎসর
আপনার জনহীন রহস্যে তুমি অবগুষ্ঠিত।
আজ আসন্ন রজনীর প্রান্তে
কবিচিত্তে যখন জাগিয়ে তুলেছ
নিঃশব্দ শান্তিবাণী

১০০