পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

তাকে আজ দূরের পটে দেখছি যেন
সেদিনকার সে নববধু।
তনু তার দেহলতা,
ধূপছায়া রঙের আঁচলটি
মাথায় উঠেছে খোঁপাটুকু ছাড়িয়ে।
ঠিকমতাে সময়টি পাই নি
তাকে সব কথা বলবার,
অনেক কথা বলা হয়েছে যখন-তখন,
সে-সব বৃথা কথা।
হতে হতে বেলা গেছে চলে।

আজ দেখা দিয়েছে তার মূর্তি-
স্তব্ধ সে দাঁড়িয়ে আছে
ছায়া-আলাের বেড়ার মধ্যে;
মনে হচ্ছে কী একটা কথা বলবে,
বলা হল না;
ইচ্ছে করছে ফিরে যাই পাশে,
ফেরার পথ নেই।

১০৫