পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

তাহারে বহিয়া চলে দূর হতে দূর।
কোথায় পাথেয় পাবে তার
ক্ষুধা-পিপাসার,
এ সত্য বাণীর তরে তাই সে উদাসী-
‘ভালােবাসি'।

ভাের হয়েছিল যবে যুগান্তের রাতি
আলােকের রশ্মিগুলি খুঁজি সাথি
এ আদিম বাণী
করেছিল কানাকানি
গগনে গগনে।
নবসৃষ্টি-যুগের লগনে
মহাপ্রাণসমুদ্রের কূল হতে কূলে
তরঙ্গ দিয়েছে তুলে
এ মন্ত্রবচন।
এই বাণী করেছে রচন
সুবর্ণকিরণ বর্ণে স্বপনপ্রতিমা
আমার বিরহাকাশে যেথা অস্তশিখরের সীমা।
অবসাদগােধূলির ধূলিজাল তারে
ঢাকিতে কি পারে?
নিবিড়সংহত করি এ জন্মের সকল ভাবনা
সকল বেদনা

১৯১