পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

অলস মনের শিয়রেতে কে সে অন্তর্যামী-
নিবিড় সত্যে জেগে ওঠে সামান্য এই আমি।

যে আমিরে ধূসর ছায়ায় প্রতিদিনের ভিড়ের মধ্যে দেখা
সেই আমিরে এক নিমেষের আলােয় দেখি একের মধ্যে একা
সে-সব নিমেষ রয় কি না রয় কোনােখানে,
কেউ তাহাদের জানে বা না’ই জানে,
তবু তারা জীবনে মাের দেয় তাে আনি
ক্ষণে ক্ষণে পরম বাণী
অনন্তকাল যাহা বাজে
বিশ্বচরাচরের মর্মমাঝে
‘আছি আমি আছি’-
যে বাণীতে উঠে নাচি
মহাগগনসভাঙ্গনে আলােকঅপ্সরী
তারার মাল্য পরি।

১১।১ [১৯]৩৪

ছত্রিশ-সংখ্যক কবিতা তুলনীয়

২০০