পাতা:শেষ সপ্তক-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শেষ সপ্তক

পুব দিক থেকে রোদদুরের ছটা
বাঁকা ছায়া হানছে ঘাসের 'পরে!
বাতাসে অস্থির দোলা লেগেছে
পাশাপাশি দুটি নারকেলের শাখায়।
মনে হচ্ছে, যমজ শিশুর কলরবের মতাে।
কচি দাড়িম ধরেছে গাছে
চিকন সবুজের আড়ালে।

চৈত্র মাস ঠেকল এসে শেষ হপ্তায়।
আকাশে-ভাসা বসন্তের নৌকায়
পাল পড়েছে ঢিলে হয়ে।
দূর্বাঘাস উপবাসে শীর্ণ;
কাঁকর-ঢালা পথের ধারে
বিলিতি মৌশুমি চারায়
ফুলগুলি রঙ হারিয়ে সংকুচিত।
হাওয়া দিয়েছে পশ্চিম দিক থেকে-
বিদেশী হাওয়া চৈত্র মাসের আঙিনাতে।
গায়ে দিতে হল আবরণ অনিচ্ছায়।
বাঁধানাে জলকুণ্ডে জল উঠছে সিরসিরিয়ে,
টলমল করছে নাল গাছের পাতা,
লাল মাছ ক'টা চঞ্চল হয়ে উঠল।

৪৩