এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ s >> || প্রেম-মরীচিকণ । রাগিণী বিজিট খাম্বাজ । ও কথা বোল না তারে, কভু সে কপট না রে, আমার কপাল-দোষে চপল সে জন । মধীর হৃদয় বুঝি শান্তি নাহি পায় খুঁজি, সদাই মনের মত করে অন্বেষণ । ভাল সে বাসিত যবে করে নি ছলনা । মনে মনে জানিত সে, সত্য বুঝি ভাল বাসে, বুঝিতে পারে নি তাহ যৌবন-কল্পনা । হরষে হাসিত যবে হেরিয়ে আমায় সে হাসি কি সত্য নয় ?—সে যদি কপট হয় তবে সত্য ব'লে কিছু নাহি এ ধরায় । স্বচছ দপণের মত বিমল সে হাস হৃদয়ের প্রতি ছায়া করিত প্রকাশ । তাহা কপটতাময় ?—কখনো কখনো নয়, কে আছে সে হাসি তার করে অবিশ্বাস । ও কথা বোল না তারে, কতু সে কপট না রে, আমার কপাল-দোষে চপল সে জন, প্রেম-মরীচিকা হেরি, ধায় সত্য মনে করি চিনিতে পারে নি সে যে আপনার মন ॥