এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
[ >० ९ ] গোলাপ-বালা । (গোলাপের প্রতি বুলবুল্) রাগিণী—বেহাগ । বলি, ও আমার গোলাপ বালা, বলি, ও আমার গোলাপ বালা, তোল’ মুখানি, তোল’ মুখানি, কুসুম কুঞ্জ কর আলা। বলি, কিসের সরম এত ? সখি, কিসের সরম এত ? সখি, পাতার মাঝারে লুকায়ে মুখানি কিসের সরম এত ? বালা, ঘুমায়ে পড়েছে ধরা, সখি, ঘুমায় চাদিমা তারা, প্রিয়ে, ঘুমায় দিক্ বালারা, প্রিয়ে, ঘুমায় জগত যত । সখি, বলিতে মনের কথা বল’ এমন সময় কোথা ? প্রিয়ে, তোল’ মুখানি আছে গো আমার প্রাণের কথা কত ।